সূরা ফাতিহা (Surah Fatiha) বাংলা উচ্চারণ অর্থ এবং ফজিলত জেনে নিন এখনই

5/5 - (3 votes)

সূরা ফাতিহা (Surah Fatiha) পবিত্র কোরআনের প্রথম সূরা। এর আয়াত সংখ্যা সাত। সূরা ফাতিহা (Surah Fatiha) মক্কায় নাজিল হয়েছে। সূরা ফাতিহা (Surah Fatiha) এর ‘ফাতিহা’ শব্দের অর্থ শুরু, আরম্ভ, উদ্বোধন, উদঘাটন প্রভৃতি।

সূরা ফাতিহা (Surah Fatiha)

কোরআনুল কারিমের ১১৪টি সূরার মধ্যে প্রথম সূরা হলো সূরা ফাতিহা (Surah Fatiha) । আর এ জন্য সূরা ফাতিহাকে ‘ফাতিহাতুল কোরআন’ বা কোরআনের শুরু বলে অভিহিত করা হয়।

এ সূরার আরেকটি নাম ‘আলহামদু শরীফ;। সূরায়ে ফাতেহার আরেকটি নাম হচ্ছে ‘উম্মুল কোরআন’ বা কোরআনের জননী (মা)। পুরো কোরআন শরীফের সারবস্তু সূরায়ে ফাতিহায় নিহীত বা পুরো কোরআন শরীফ হলো সূরায়ে ফাতিহার ব্যাখ্যা। তাই এ সূরাকে কোরআনের মা বলা হয়েছে।

READ MORE – সূরা নাস (Surah Al-Nas) বাংলা উচ্চারণ অর্থ এবং ফযিলত জেনে নিন এখনই

সূরা ফাতিহা (Surah Fatiha) এর আরেকটি নাম হলো ‘সাবউ মছানী’। অর্থাৎ এ সূরাটিতে রয়েছে অনুপম সাতটি বাণী বা আয়াত। মাছানি বলা হয় এ কারণে যে, সূরাটি একবার মক্কায় ও একবার মদীনায় অবতীর্ণ হয়েছে। অধিকতর বিশুদ্ধমতে, মক্কা শরীফেই এ সূরাটি অবতীর্ণ হয়।

সূরা ফাতিহা (Surah Fatiha) বাংলা উচ্চারণ অর্থ এবং ফজিলত

আল্লামা ইবনে জরীর (রাঃ) হযরত আবু হুরায়রা (রা.) হতে বর্ণনা করেন, হযরত রাসূলে কারীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, সূরা ফাতিহা (Surah Fatiha) অর্থাৎ আলহামদু শরীফ হচ্ছে, উম্মুল কোরান, ফাতিহাতুল কিতাব, সাবউমাছানি।

এ সূরার আরেকটি নাম হচ্ছে ‘সূরায়ে কাঞ্জ’ (ভান্ডার)। হযরত আলী (রা.) থেকে ইসহাক ইবনে রাওয়াহা (রা.) বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, সূরা ফাতিহা (Surah Fatiha) আরশের নিম্নস্থিত ভান্ডার থেকে অবতীর্ণ হয়েছে।

সূরা ফাতিহা (Surah Fatiha) আরবি উচ্চারণ

اَلۡحَمۡدُ لِلّٰهِ رَبِّ الۡعٰلَمِيۡنَۙ‏ ٢ الرَّحۡمٰنِ الرَّحِيۡمِۙ‏ ٣ مٰلِكِ يَوۡمِ الدِّيۡنِؕ‏ ٤ اِيَّاكَ نَعۡبُدُ وَاِيَّاكَ نَسۡتَعِيۡنُؕ‏ ٥ اِهۡدِنَا الصِّرَاطَ الۡمُسۡتَقِيۡمَۙ‏ ٦ صِرَاطَ الَّذِيۡنَ اَنۡعَمۡتَ عَلَيۡهِمۡ غَيۡرِ الۡمَغۡضُوۡبِ عَلَيۡهِمۡ وَلَا الضَّآلِّيۡنَ

সূরা ফাতিহা (Surah Fatiha) বাংলা উচ্চারণ

আলহামদুলিল্লাহি রাব্বিল আলামীন। আর-রাহমানীর রাহীম। মালিকিইয়াওমিদ্দীন। ইয়্যাকানা’বুদু ওয়াইয়্যাকানাসতাঈন। ইহদিনাস-সীরাতাল মুসতাকীম। সীরাতাল লাজীনা আন-আমতা আলাইহীম, গাইরিল মাগদ্বুবি আলাইহিম ওয়ালাদ্বাল্লীন।

সূরা ফাতিহা (Surah Fatiha) বাংলা অর্থ

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সৃষ্টিকুলের রব। যিনি পরম করুণাময় অতি দয়ালু। যিনি বিচার দিনের মালিক। আমরা কেবল তোমারই ‘ইবাদাত করি এবং কেবলমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি। আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন কর ও তার প্রতি অটুট থাকার তাওফীক দান কর। তাদের পথ, যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন। যাদেরকে নিয়ামত দিয়েছেন।যাদের উপর (আপনার) ক্রোধ আপতিত হয়নি এবং যারা পথভ্রষ্টও নয়।