লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ার ফজিলত, অর্থ ও আমল

5/5 - (7 votes)

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ার ফজিলত, অর্থ ও আমললা হাওলা ওয়া লা কুওয়্যাতা ইল্লাবিল্লাহ পাঠের অনেক ফজিলত রয়েছে। হাদিসে আছে, রাসুল (সা.) একবার আবু মুসা আশআরি (রা.) কে বললেন, ‘তোমাকে জান্নাতের অন্যতম ধনভাণ্ডারের কথা কি বলে দেব?’ আমি বললাম, হে আল্লাহর রাসুল অবশ্যই বলে দিন! রাসুল (সা.) তখন এই দোয়া পড়েন।

তিরমিজি শরীফের হাদিসে আবদুল্লাহ ইবনে আমর (রা.) বর্ণনা করেন, রাসুল (সা.) বলেছেন, পৃথিবীর বুকে যে ব্যক্তি এই দোয়া পড়েন তার অপরাধগুলো ক্ষমা করে দেওয়া হয়, যদিও তা সাগরের ফেনারাশির মতো (বেশি পরিমাণ) হয়।

উপরের কথাগুলো থেকে বুঝা যায়, এই দোয়া অধিক পাঠের ফলে বান্দার নিজের সৌভাগ্য ও প্রভুর সন্তুষ্টি অর্জিত এবং বেহেশতি বাগানের বৃদ্ধি প্রাপ্ত হতে থাকে।

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আয়াত (আরবি)

لا حول ولا قوة إلا بالله العلي العظيم

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বাংলা উচ্চারণ

লা হাওলা অলা ক্বুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অর্থ

আল্লাহ ছাড়া কোনো ভরসা নেই; কোনো ক্ষমতা বা শক্তি নেই, আল্লাহ সুমহান।

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইংরেজি

La hawla wala quwwata illa billahil aliyyil azim.