সরকারি চাকরির সুযোগ দিয়েছে জাতীয় নদী রক্ষা কমিশন। ৫টি পদে ৬ জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। চাকরির খবর-এ বলা হয়েছে, ১১ জুলাই থেকে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন শুরু হয়েছে। ১০ আগস্ট পর্যন্ত এই চাকরির আবেদন করা যাবে। প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার ছেলে-মেয়ে এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর।
জাতীয় নদী রক্ষা কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
প্রতিষ্ঠানের নাম | জাতীয় নদী রক্ষা কমিশন |
চাকরির প্রকার | সরকারি চাকরি |
প্রকাশের তারিখ | ১১ জুলাই ২০২৩ |
পদ ও লোক সংখ্যা | ৫টি পদ ও ৬ জন |
প্রকাশের সূত্র | নিউজ ঢাকা |
আবেদন করার মাধ্যম | ওয়েবসাইট |
আবেদন শুরুর তারিখ | ১১ জুলাই, ২০২৩ |
আবেদনের শেষ তারিখ | ১০ আগস্ট ২০২৩ |
অফিশিয়াল ওয়েবসাইট | http://nrcc.teletalk.com.bd |
আবেদন করার পদ্ধতি | নিচে উল্লেখ করা হয়েছে |
পদের নাম: সহকারী প্রধান (জীববিজ্ঞান)। পদ সংখ্যা: ১টি। শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে জীববিজ্ঞান বা প্রাণিবিজ্ঞান বা অণু-বিজ্ঞান বিষয়ে ন্যূনতম প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক (সম্মান) সহ দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি।
বেতন: গ্রেড-৯ (২২,০০০-৫৩,০৬০ টাকা)
পদের নাম: হিসাবরক্ষক। পদ সংখ্যা: ১টি। শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি। কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন: গ্রেড-১২ (১১,৩০০-২৭,৩০০ টাকা)
পদের নাম: সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর। পদ সংখ্যা: ১টি। শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। ইংরেজি সাঁটলিপিতে প্রতি মিনিটে ৮০ শব্দ, বাংলা সাঁটলিপিতে প্রতি মিনিটে ৫০ শব্দ। ইংরেজি টাইপে প্রতি মিনিটে ৩০ শব্দ, বাংলা টাইপে প্রতি মিনিটে ২৫ শব্দ গতিসম্পন্ন হতে হবে। কম্পিউটারে অভিজ্ঞ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন: গ্রেড-১৩ (১১,০০০-২৬,৫৯০ টাকা)
পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদ সংখ্যা: ২টি। শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার লিটারেসী টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন: গ্রেড-১৬ (৯,৩০০-২২৪৯০ টাকা)
পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর। পদ সংখ্যা: ১টি। শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার লিটারেসী টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন: গ্রেড-১৬ (৯,৩০০-২২৪৯০ টাকা)
বয়সসীমা: ৫ জুলাই তারিখে সাধারণ প্রার্থীদের বয়সসীমা ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সকল প্রার্থীর বয়সসীমা ৩২ বছর।
আবেদন পদ্ধতি: http://nrcc.teletalk.com.bd/ এ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে।
আবেদনের শেষ তারিখ: ১০ আগস্ট, ২০২৩।