দোয়া মাসুরা বাংলা উচ্চারণ সহ অর্থ জেনে নিন এখনই

5/5 - (12 votes)

দোয়া মাসুরা বাংলা উচ্চারণ সহ অর্থ জেনে নিন এখনইদোয়া মাসুরা অনেক প্রয়োজনীয় একটি দোয়া। যে কোন নামাজের শেষ বৈঠকে তাশাহ্হুদের পর দরুদ এবং দোয়া মাসুরা পড়া সুন্নত। এরপর সালাম ফেরাতে হয়। তবে দোয়া মাসুরা নির্দিষ্ট কোন দোয়া নয়।

দোয়া মাসুরা আরবি

اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفرلي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم

দোয়া মাসুরা বাংলা উচ্চারণ

আল্লাহুম্মা ইন্নি জালামতু নাফসি জুলমান কাসিরা । ওয়ালা ইয়াগ ফিরুজ জুনুবা ইল্লা আনতা। ফাগফির লি, মাগফিরাতাম মিন ইনদিকা; ওয়ার হামনি, ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম।

দোয়া মাসুরা অর্থ

হে আল্লাহ! আমি নিজের উপর অনেক জুলুম করেছি। আর আপনি ছাড়া গুনাহ ক্ষমাকারী আর কেউ নেই। আপনি নিজ অনুগ্রহে আমাকে ক্ষমা করুন এবং আমার প্রতি রহম করুন। নিঃসন্দেহে আপনিই ক্ষমাকারী, করুণাময়। (সহিহ বুখারি, হাদিস : ৮৩৪; সহিহ মুসলিম, হাদিস : ২৭০৫)

দোয়া মাসুরা ইংরেজি

Allahuma ‘inniy zalamtu nafsi zulman kaciraw wala yagfiruz zununz ‘illaa ‘anta faghfir li magfiratam min indika warhamni’ innaka ‘antal gafurur rahim.

দোয়া মাসুরা কখন পড়তে হয়

নামাজের শেষ বৈঠকে প্রথমে আত্তাহিয়াতু, তারপর দুরুদ শরীফ এবং সবশেষে দোয়া মাসুরা পড়ে সালাম ফেরাতে হয়। কোন কারণে দোয়া মাসুরা পড়তে না পারলে সমস্যা নেই।

এছাড়া এশার নামাজের পর বিতর নামাজে দোয়া কুনুত পড়া ওয়াজিব। বিতর নামাজে কুনুতের উদ্দেশ্য হচ্ছে দোয়া করা।