হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল পড়ার ফজিলত, অর্থ ও আমল [Hasbunallah Wanikmal Wakil Bangla]

5/5 - (11 votes)

হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল পড়ার ফজিলত অর্থ ও আমলহাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল পড়ার ফজিলত অনেক বেশি। আল্লাহ মানুষকে নানা ভাবে পরীক্ষা করেন। মানুষকে বিপদে ফেলেও তিনি ঈমান ও আকিদার পরীক্ষা নেন।

আবার বিপদ থেকে মানুষ কিভাবে নিজেকে দূরে রাখবেন সে ব্যবস্থাও আল্লাহ তাআলা নিজেই করেন। হাদিস শরিফে এমন অনেক দোয়া রয়েছে, যে সব দোয়া মানুষকে বিপদ থেকে রক্ষা করে। আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কার্যকরী তাসবিহ হচ্ছে এই দোয়া।

হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল পড়ার ফজিলত, অর্থ ও আমল

হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল তেমনই একটি দোয়া। যা মুমিনকে নানা রকমের বিপদ থেকে রক্ষা করে। এটি আল্লাহ তায়ালার রহমতে আশ্রয় লাভের দোয়া হিসেবেও পরিচিত।

হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল আয়াত (আরবি)

حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ، نِعْمَ الْمَوْلَىٰ وَنِعْمَ النَّصِيرُ

হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল বাংলা উচ্চারণ

হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল, নি’মাল মাওলা ওয়া নি’মান-নাসির।

হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল অর্থ

আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট, তিনিই হলেন উত্তম কর্মবিধায়ক; আল্লাহ তাআলাই হচ্ছে উত্তম অভিভাবক এবং উত্তম সাহায্যকারী।

হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল ইংরেজি

Hasbunallahu Wa Ni’mal Wakeel Ni’mal Maula Wa Ni’man Naseer

হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল কোন সূরার আয়াত

‘হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, ওয়া নিমা‘ল মাওলা ওয়া নি‘মান নাসির’ – কোরআনের দুইটি সুরার অংশ মিলে একত্রে একটি দোয়া। এর প্রথম অংশ ‘হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল’ সূরা আল ইমরানের ১৭৩ নম্বর আয়াতে রয়েছে। অপর অংশটি ‘নি’মাল মাওলা ওয়া নি’মান-নাসির’ সুরা আনফালের ৪০ নম্বর আয়াতে রয়েছে।