জাহারা মিতু নতুন আইটেম গানে ঈদ মাতাবেন

Rate this post

জাহারা মিতু নতুন আইটেম গানে ঈদ মাতাবেননবাগতা নায়িকা জাহারা মিতু এবারের ঈদ আইটেম গানে মাতাবেন। তিনি নিয়ে আসছেন মিউজিক ভিডিও ‘সইর্ষার ফুল’।

শাকিব খানের বিপরীতে আগুন সিনেমার মধ্য দিয়ে ঢালিউডে অভিনেত্রী হিসেবে ক্যারিয়ার শুরু মিতুর। এরপর চিত্রনায়ক বাপ্পী চৌধুরির সঙ্গে ঢাকাই চলচিত্রে জুটি বেঁধেছেন তিনি। তবে এবার আসছে একদম ভিন্ন আঙ্গিকে। নিজেকে এবার আইটেম গার্ল হিসেবে ‘সইর্ষার ফুল’ গানে তুলে ধরেছেন।

জাহারা মিতুর কর্মজীবন শুরু হয় ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭’ সুন্দরী প্রতিযোগিতার মাধ্য দিয়ে। ২০১৯ সালের অক্টোবর মাসে শাকিব খানের বিপরীতে আগুন সিনেমার মধ্য দিয়ে ঢালিউডে অভিনেত্রী হিসেবে ক্যারিয়ার শুরু হয় মিতুর। তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা জয় বাংলা ২০২২ সালে মুক্তি পায়।

zahara-mitu

বুধবার বিকেল ৫টায় বেঙ্গল মাল্টিমিডিয়া নিবেদিত ঈদুল আযহা উপলক্ষ্যে আসছে মিউজিক ভিডিও ‘সইর্ষার ফুল’। মিউজিক ভিডিওটি দেখা যাবে আরটিভি মিউজিকে।

সৈয়দ আশিক রহমান প্রযোজিত, অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিবের তত্বাবধানে আরজু আহমেদ পরিচালিত হচ্ছে ‘সইর্ষার ফুল’ মিউজিক ভিডিওটি। এতে কোরিওগ্রাফী করেছেন মোফাসসল আলিফ।

গানটি লিখেছেন এ মিজান (মিজানুর রহমান)। সুর দিয়েছেন শওকাত আলি ইমন, কণ্ঠ দিয়েছেন চন্দ্র রায়।