‘মহারাজ’ নামের একটি গরু কোরবানির জন্য কিনেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা। এ জন্য সবাই কেনাকাটায় ব্যস্ত সময় কাটাচ্ছেন।
নায়ক-নায়িকারা ঈদ কোথায় কাটাবেন, কি করবেন এই সকল প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেন ভক্তরা। সে কারণে তারকারাও চেষ্টা করেন নিজেদের ঈদ পরিকল্পনা শেয়ার করার।
সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে নিজের ঈদ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলী। তিনি জানিয়েছেন, এবার ঈদ কাটবে সন্তান শেহজাদ খান বীরের সঙ্গে।
বুবলী বলেন, ‘কাজের বাইরে বীরকে আমি আমার সর্বোচ্চ সময় দিতে চাই। কারণ তার বাবা- মা আমিই। এবার ঈদ কাটবে ওকে ঘিরেই। তার আনন্দই আমার আনন্দ। ’
এই নায়িকা আরো জানান, ইতোমধ্যেই কোরবানির গরু কেনা হয়েছে। গরুর নামকরণ করা হয়েছে ‘মহারাজ’। ভালোবেসেই এই নাম রাখা। ঈদের দিন এইসব নিয়েই সময় কেটে যাবে তার।
এবারের ঈদে জোড়া সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হবেন বুবলী। চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’ ছবিতে তার নায়ক মাহফুজ আহমেদ। সৈকত নাসির পরিচিালিত ‘ক্যাসিনো’ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক নিরব। দুটো ছবি নিয়েই আশাবাদী এ নায়িকা।