ভারতীয় ভিসা আবেদনের নিয়ম পরিবর্তন করা হয়েছে। আবেদনকারীদের সুবিধার জন্য এখন থেকে আবেদনের সময় জমা দেওয়ার সময় নির্বাচন করতে হবে।
ভারতীয় হাইকমিশন মঙ্গলবার থেকে বাংলাদেশের সকল ভিসা আবেদন কেন্দ্রের জন্য এই নতুন নিয়ম চালু করেছে।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারতীয় ভিসা আবেদনের পর অনেক সময় আবেদনকারীর পাসপোর্টের প্রয়োজন হয়। কিন্তু জমা দেওয়ার পর সহজেই পাসপোর্ট ফেরত নেওয়ার কোন সুযোগ ছিল না। এখন থেকে এই সুযোগ পাওয়া যাবে। যেসব আবেদনকারী তাদের ভিসা আবেদন প্রক্রিয়া চলাকালে অন্য কাজে ব্যবহারের জন্য নিজের পাসপোর্ট ফেরত পেতে চান, তারা এখন ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে ভিসা আবেদন জমা দেওয়ার সময় পাসপোর্ট ফেরত নেওয়ার সুবিধা পাবেন। কোন কারণে পাসপোর্ট ফেরত নিলে ভিসা টোকেনে দেওয়া সম্ভাব্য ডেলিভারির তারিখের সাত দিন আগে ওই সেন্টারে ভিসারে তাদের পাসপোর্ট পুনরায় জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ভারতীয় ভিসা আবেদনের ফি অনলাইনে পরিশোধের পর আবেদন জমা দেওয়ার জন্য নির্দিষ্ট সময় নির্বাচন করতে হবে। পরবর্তীতে ওই সময়ে গিয়েই ভিসা জমা দিতে হবে। আবেদন জমা দেওয়ার বিড়ম্বনা ও ঝামেলা কমাতে এই সুবিধা যুক্ত করা হয়েছে।
নতুন এই উদ্যোগগুলো ভারতীয় ভিসা আবেদনের জন্য আবেদনকারীরা সুবিধাভোগী হবেন।