অনলাইনে বাংলা ভয়েস টাইপিং ও বিজয় থেকে ইউনিকোডে লেখা কনভার্ট করা সুবিধা চালু করেছে নিউজ ঢাকা। সম্প্রতি এই ওয়েবসাইটে ভয়েস টাইপিং ফিচারের মাধ্যমে কিবোর্ড ছাড়াই কম্পিউটারে ভয়েস টাইপ করার সুবিধা চালু হয়েছে। এই ফিচারের মাধ্যমে মুখে বললেই বাংলা লেখা চলে আসছে।
ওয়েবসাইটের উপরের দিকে ‘ভয়েস টাইপিং করতে ক্লিক করুন’ ট্যাবে ক্লিক করে ব্রাউজার থেকে ভয়েস নোটিফিকেশন অ্যালাউ করলেই ভয়েস টাইপ করতে পারবেন। এজন্য অবশ্যই হেডফোন বা মাইক্রোফোন ব্যবহার করতে হবে।
নিউজ ঢাকা ওয়েবসাইটে বিজয় থেকে ইউনিকোড এবং ইউনিকোড থেকে বিজয়ে কনভার্ট করার সুবিধা রয়েছে। বিজয় টু ইউনিকোড কনভার্টার করার জন্য বিজয় কি-বোর্ড দিয়ে লেখাগুলো ওয়েবসাইটের নিচের বক্সে পেস্ট করুন। এরপর ‘বিজয় থেকে ইউনিকোড’ ট্যাবে ক্লিক করুন। এক পলকেই লেখাগুলো ইউনিকোডে কনভার্ট হয়ে উপরের বক্সে চলে যাবে।
এছাড়া ইউনিকোড থেকে বিজয় কনভার্ট করার জন্য ইউনিকোডে লেখাগুলো ওয়েবসাইটের উপরের বক্সে পেস্ট করুন। এরপর ‘ইউনিকোড থেকে বিজয়’ ট্যাবে ক্লিক করুন। এক পলকেই লেখাগুলো বিজয়ে কনভার্ট হয়ে নিচের বক্সে চলে যাবে। এবার সেখান থেকে কপি করে আপনি যে কোন জায়গায় ব্যবহার করতে পারবেন।
অনেক সময় ইউনিকোড থেকে বিজয়ে লেখা কনভার্ট করলে ভেঙে যায়। এই কনভার্টারের মাধ্যমে বিজয়ের ভাঙা ফন্টগুলো ঠিক করার সুবিধা রয়েছে। এজন্য বিজয়ের লেখাগুলো ওয়েবসাইটের নিচের বক্সে রেখে ‘বিজয় ভাঙা ঠিক করুন’ ট্যাবে ক্লিক করলেই হবে।