আবহাওয়াপশ্চিমবঙ্গভারতচাকরিরাশিফলআইপিএলআধ্যাত্মিকটাকা পয়সাস্বাস্থ্যলাইফস্টাইলমিউচুয়াল ফান্ডব্যবসাঅন্যান্যশেয়ার বাজারটিভি সিরিয়াল

নেশার টাকা না পেয়ে কোরআন ছিঁড়লেন যুবক, অতঃপর…

By newsdhaka

Published on: January 26, 2026

Follow Us

---Advertisement---

জামালপুরে পবিত্র কোরআন অবমাননার অভিযোগে আকাশ মিয়া (২০) নামে এক যুবককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ জনতা।

রোববার (২৫ জানুয়ারি) রাত ১১টার দিকে জামালপুর পৌর শহরের জঙ্গলপাড়া বোর্ডঘর এলাকা থেকে ওই যুবক আটক করে থানায় নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (জামালপুর সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন।

আটক আকাশ মিয়া জঙ্গলপাড়া বোর্ডঘর এলাকার দিয়াবাড়ী গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, শনিবার বিকেলে আকাশ মিয়া তার পরিবারের কাছে নেশার জন্য টাকা দাবি করেন। টাকা না পেয়ে ঘরে থাকা কোরআন শরীফ নিয়ে ছিঁড়ে ময়লাযুক্ত জায়গায় ফেলে দেন। পরে রোববার বিষয়টি জানাজানি হলে রাত ৯টার দিকে স্থানীয়রা আকাশ মিয়াকে জঙ্গলপাড়া বোর্ডঘর বাজারে নিয়ে পিটুনি দিয়ে একটি দোকানে আটকে রাখেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে আকাশ মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়।

আকাশ মিয়ার মা খাদিজা বেগম বলেন, শনিবার বিকেলে আকাশ টাকা না পেয়ে রাগারাগি করে কোরআন শরিফের পাতা ছিঁড়ে ফেলে। তারপর বাড়িতে ছিল না। রোববার রাতে এলাকার লোকজন আকাশকে ধরে মারধর করে পুলিশে দিয়েছে। সে নেশার টাকার জন্য মাঝেমধ্যেই বাড়িতে ঝগড়া করে। টাকা না দিলেই ঘরের জিনিসপত্র ভাঙচুর করত।

অতিরিক্ত পুলিশ সুপার (জামালপুর সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন বলেন, আকাশ মিয়া নিজ বাড়িতে কোরআন অবমাননা করে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। শুনেছি সে মাদকাসক্ত। কোরআন অবমাননার ঘটনা প্রকাশ হলে রোববার রাতে স্থানীয় বিক্ষুব্ধ জনতা তাকে ধরে গণপিটুনি দেয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

Leave a Comment