আবহাওয়াপশ্চিমবঙ্গভারতচাকরিরাশিফলআইপিএলআধ্যাত্মিকটাকা পয়সাস্বাস্থ্যলাইফস্টাইলমিউচুয়াল ফান্ডব্যবসাঅন্যান্যশেয়ার বাজারটিভি সিরিয়াল

বক্তব্য দেওয়ার সময় জেলা জামায়াত আমিরের মৃ’ত্যু

By newsdhaka

Published on: January 19, 2026

Follow Us

---Advertisement---

মুফতি আমির হামজাকে হত্যার হু’মকির প্রতিবাদে বক্তব্য দেওয়ার সময় কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবুল হাশেম হৃ’দয’ন্ত্রে আ’ক্রান্ত হয়ে ই’ন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতাকালে হ’ঠাৎ অ’সুস্থ হয়ে পড়েন তিনি। পরে হা’সপা’তালে নিয়ে গেলে চি’কিৎসক মৃ’ত ঘোষণা করেন।

অধ্যাপক আবুল হাশেম পো’ড়াদহ ডিগ্রি কলেজের অধ্যাপক ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে ইসলামী আন্দোলন ও শিক্ষা ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া-৩ (সদর) আসন থেকে জামায়াত ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজাকে হত্যার হু’মকির প্রতিবাদে বক্তব্য রাখছিলেন তিনি। এ সময় হ’ঠাৎ দু’র্বল হয়ে মঞ্চে বসে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে কুষ্টিয়া শহরের মান্নান হার্ট ফাউন্ডেশনে নেওয়া হয়। সেখানে চি’কিৎসক তাকে মৃ’ত ঘোষণা করেন।

সম্প্রতি মুফতি আমির হামজাকে হ’ত্যা’র হু’মকি দেয়া হচ্ছিল। এর প্র’তিবাদে কুষ্টিয়া জেলা জামায়াতের উদ্যোগে সোমবার একটি বি’ক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাহ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের এন এস রোড প্রদক্ষিণ করে এক তারার মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব ও বক্তব্য প্রদান করছিলেন জেলা জামায়াত আমির অধ্যাপক আবুল হাশেম।

Leave a Comment