আবহাওয়াপশ্চিমবঙ্গভারতচাকরিরাশিফলআইপিএলআধ্যাত্মিকটাকা পয়সাস্বাস্থ্যলাইফস্টাইলমিউচুয়াল ফান্ডব্যবসাঅন্যান্যশেয়ার বাজারটিভি সিরিয়াল

জুলাইযো’দ্ধা হাসনাত আবদুল্লাহর ওপর স’শস্ত্র হা’মলা

By newsdhaka

Published on: January 17, 2026

Follow Us

---Advertisement---

চট্টগ্রামের চন্দনাইশে জুলাই গ’ণঅ’ভ্যুত্থানে আ’হত ও গেজেটপ্রাপ্ত বীর হাসনাত আব্দুল্লাহ–এর ওপর স’শ’স্ত্র হা’মলার ঘ’টনা ঘ’টেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে উপজেলার বদুরপাড়া এলাকায় এ হা’মলা হয়। একই ঘ’টনায় মাঈনউদ্দীন নামে আরও এক যুবক আ’হত হন।স্থানীয় সূত্র জানায়, ১৫ থেকে ২০ জনের একটি সং’ঘব’দ্ধ দল লাঠি ও চাকু নিয়ে তাদের ওপর অ’তর্কিত হা’মলা চালায়। চন্দনাইশের বদুরপাড়া পাক্কাদোকান এলাকা থেকে পেট্রোল পাম্পের সামনের সড়কে এ হা’মলার ঘ’টনা ঘ’টে।

হা’মলার পেছনে সাম্প্রতিক একটি রাজনৈতিক কর্মসূচির যোগসূত্র থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক জুলাইযো’দ্ধা জানান, চট্টগ্রাম–১৪ আসনের বিতর্কিত প্রার্থী জসিম উদ্দিন–এর মনোনয়ন বাতিল ও গ্রে’প্তারের দাবিতে নি’র্বাচন কমিশনে জুলাইযোদ্ধাদের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়েছিল। ওই স্মারকলিপি দেওয়ার কারণেই এ হা’মলা হয়েছে বলে তারা মনে করছেন।

চট্টগ্রাম–১৪ আসনের এলডিপি প্রার্থী অধ্যাপক ওমর ফারুক বলেন, ‘আমি স্পষ্টভাবে মনে করি, জুলাইযো’দ্ধাদের জন্য এখন বাড়তি নি’রা’পত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। যারা গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছে, তাদের নি’রাপ’ত্তা বি’ঘ্নিত হলে নির্বাচন ও রাজনৈতিক পরিবেশ কখনোই স্বাভাবিক থাকতে পারে না।’

এ ‘ঘটনায় দ্রুত আ’ইনি ব্য’বস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ ও মাঈনউদ্দীনের ঘ’নিষ্ঠরা।

ঘ’টনার পর এনসিপি নেতা হাসান আলী নিজের ব্যক্তিগত ফেসবুক পোস্টে ক্ষো’ভ প্রকাশ করেন। পোস্টে তিনি বলেন, ‘আমার অত্যন্ত কাছের ছোট ভাই, জুলাইয়ের আ’হত গেজেটপ্রাপ্ত বীর হাসনাত আব্দুল্লাহর ওপর চন্দনাইশ বদুরপাড়ায় স’ন্দেহভাজন স্বৈরাচারের দোসররা কিছুক্ষণ আগে হা’মলা করেছে। এই দৃশ্য আমি কোনোভাবেই স্বা’ভাবিকভাবে নিতে পারছি না।’

উল্লেখ্য, হাসান আলী আগে এনসিপির প্রার্থী ছিলেন। পরে ১১ দলীয় জোট গঠনের পর তিনি চট্টগ্রাম–১৪ আসনে এলডিপি প্রার্থী অধ্যাপক ওমর ফারুকের প্রতি আনুষ্ঠানিক সমর্থন ঘোষণা করেন।

Leave a Comment