নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের বঙ্গবাজার এলাকায় বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সং’ঘর্ষে তিনজন আ’হত হয়েছেন।
সোমবার (১২ জানুয়ারি) রাতে কলসহাটি সংলগ্ন বঙ্গবাজার এলাকায় এ ‘ঘ’টনা ঘ’টে। ঘ’টনার পর থেকে এলাকায় উ’ত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে বঙ্গবাজার এলাকায় উভয় পক্ষের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে সং’ঘর্ষের ঘ’টনা ঘ’টে। এতে জুয়েল মিয়ার ছেলে তাকবীর মিয়া, আব্দুল সালামের ছেলে তামিম মিয়া ও নওসাদ মিয়ার ছেলে রুমান মিয়া আ’হত হন। আহতরা সকলেই জামায়াত সমর্থক ও সবাই কলসহাটি গ্রামের বাসিন্দা। আ’হতরা স্থানীয়ভাবে প্রাথমিক চি’কিৎসা নিয়েছেন।
স্থানীয়রা জানায়, গত ১০ জানুয়ারি কলসহাটি এলাকায় একটি ধর্মীয় অনুষ্ঠানে রাজনৈতিক দলের পক্ষবদলের ঘ’টনাকে কেন্দ্র করে এলাকায় আলোচনা তৈরি হয়। পরদিন ১১ জানুয়ারি স্থানীয় মসজিদ এলাকায় উভয় পক্ষের মধ্যে উ’ত্তেজনা দেখা দেয়। ওই ঘ’টনার ধারাবাহিকতায় সোমবার রাতে সংঘর্ষের ঘ’টনা ঘ’টে। ঘ’টনার পরপরই এলাকায় উ’ত্তেজনা ছড়িয়ে পড়ে।
কেন্দুয়া থানার ওসি মেহেদী মাকসুদ বলেন, সং”ঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘ’টনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আ’ইন শৃ’ঙ্খলা স্বাভাবিক রাখতে এলাকায় পু’লিশি ন’জরদারি জো’রদার করা হয়েছে। ঘ’টনায় আ’হতদের চি’কিৎসা দেওয়া হয়েছে। অ’ভিযোগের ভিত্তিতে আ’ইনানুগ ব্য’বস্থা নেওয়া হবে।







Leave a Comment