আবহাওয়াপশ্চিমবঙ্গভারতচাকরিরাশিফলআইপিএলআধ্যাত্মিকটাকা পয়সাস্বাস্থ্যলাইফস্টাইলমিউচুয়াল ফান্ডব্যবসাঅন্যান্যশেয়ার বাজারটিভি সিরিয়াল

তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন

By newsdhaka

Published on: January 12, 2026

Follow Us

তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন

---Advertisement---

কক্সবাজারের মহেশখালী উপজেলায় অবস্থিত মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের পাশে ময়লার ভা’গাড়ে ভ’য়াবহ অ’গ্নিকাণ্ডের ঘ’টনা ঘ’টেছে।

সোমবার (১২ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নি’য়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট কাজ করছে।

বিষয়টি নিশ্চিত করে মহেশখালী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাম প্রসাদ সেন গণমাধ্যমকে বলেন, তাপবিদ্যুৎ কেন্দ্রের ক্র‍্যাব রাখার ভাগাড়ে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে আমাদের দুটি ইউনিট কাজ করছে।

স্থানীয়রা জানান, হ’ঠাৎ করেই তারা ‘বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন ব্রিজের ওপর থেকে দেখতে পান ভেতরে আ’গুন জ্ব’লছে।

বঙ্গোপসাগরের কূলঘেঁষে মাতারবাড়ীতে নির্মিত ১ হাজার ২০০ মেগাওয়াট ধারণক্ষ’মতার এই তাপবি’দ্যুৎকেন্দ্রটি একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র।

Leave a Comment