১৯ জেলায় শৈত্যপ্রবাহ: সোমবার থেকে শীত আরও বাড়ার পূর্বাভাস
নিজস্ব প্রতিবেদক: সারাদেশে শীতের প্রকোপ অব্যাহত রয়েছে। আজ শনিবার (১০ জানুয়ারি) দেশের ১৯টি জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এদিন পঞ্চগড়ের তেঁতুলিয়া ও চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর জানিয়েছেন, আজ এবং আগামীকাল তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, ফলে শৈত্যপ্রবাহের তীব্রতা সামান্য কমতে পারে। তবে এই স্বস্তি দীর্ঘস্থায়ী হবে না। আগামী সোমবার (১২ জানুয়ারি) থেকে তাপমাত্রা আবারও কমতে শুরু করবে এবং এই শীতের দাপট আগামী ২০ জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
আঞ্চলিক চিত্র:
বর্তমানে রাজশাহী বিভাগের ৮টি এবং রংপুর বিভাগের ৮টি জেলাসহ মোট ১৬টি জেলায় শৈত্যপ্রবাহ চলছে। এর বাইরে খুলনা বিভাগের যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সব মিলিয়ে বর্তমানে ১৯টি জেলা শীতের কবলে রয়েছে।
বিগত কয়েক দিনের পরিস্থিতি:
গত বৃহস্পতিবার দেশের ২৪টি জেলায় শৈত্যপ্রবাহ ছিল এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল তেঁতুলিয়ায় ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার ২০টি জেলায় শৈত্যপ্রবাহ বয়ে গিয়েছিল। সেই তুলনায় আজ আক্রান্ত জেলার সংখ্যা কিছুটা কমে ১৯-এ দাঁড়িয়েছে।
শৈত্যপ্রবাহের ধরণ:
আবহহাওয়া অধিদপ্তরের মানদণ্ড অনুযায়ী:
মৃদু শৈত্যপ্রবাহ: তাপমাত্রা ৮.১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস।
মাঝারি শৈত্যপ্রবাহ: তাপমাত্রা ৬.১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস।
তীব্র শৈত্যপ্রবাহ: তাপমাত্রা ৪.১ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস।
অতি তীব্র শৈত্যপ্রবাহ: তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে।
বর্তমানে দেশের জেলাগুলোতে মূলত মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে। তবে সোমবার থেকে তাপমাত্রা আরও কমে মাঝারি শৈত্যপ্রবাহের রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।







Leave a Comment