নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় রানা ও অন্তর নামে দুই বন্ধুকে লক্ষ্য করে গু’লি চালিয়েছে স’ন্ত্রাসীরা। তবে গু’লিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে একটি কুকুরের মুখে লাগে। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর ইসদাইর রাবেয়া হোসেন স্কুলের সামনে এই ঘ’টনা ঘ’টে। দুই ব্যক্তিকে অপহরণ করে গু’মের বি’রুদ্ধে মানববন্ধনে অংশ নেওয়ায় তাদের ওপর গুলি চালানো হয় বলে অ’ভিযোগ রয়েছে।
অল্পের জন্য বেঁচে যাওয়া রানার বাবা রিপন জানান, তিনি রাবেয়া স্কুলের কাছে ছেলে রানাকে সঙ্গে নিয়ে পুরাতন কাগজের ব্যবসা করেন। এই এলাকা থেকে নজরুল ইসলাম ও মোবারক নামে দুজনকে অপহরণের পর গুম করা হয়েছে। দুই মাসের বেশি সময় পার হলেও দুজনের সন্ধান দিতে পারেনি পুলিশ। এ ঘ’টনায় মা’দক কারবারি রাজ্জাক বাহিনীর কয়েকজনকে গ্রে’প্তার করা হলেও গুরুত্বসহকারে জিজ্ঞাসাবাদ করেনি পু’লিশ। অ’পরাধীদের গ্রে’প্তারের দাবিতে রোববার সকালে দুই পরিবারের লোকজনের সঙ্গে তাঁর ছেলে রানা ও তার বন্ধু অন্তর নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেয়।
একই দিন সন্ধ্যায় রানা তার বন্ধু অন্তরকে নিয়ে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের কাছেই দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেলে ৩০-৩৫ জন দুর্বৃত্ত মহড়া দেয়। তখন রানা ও অন্তর তাদের সামনে পড়ে। এতে দুজনকে লক্ষ্য করে দুটি গুলি করে স’ন্ত্রাসীরা। তবে লক্ষ্যভ্রষ্ট হয় গুলি দুটি। একটি গু’লি লাগে কুকুরের মুখে। তখন ভ’য়ে রানা ও অন্তর মহল্লার গ’লি দিয়ে দৌড়ে পা’লিয়ে যায়।
ফতুল্লা থা’নার ও’সি আব্দুল মান্নান জানান, খবর
Leave a Comment