এসএসসি পরীক্ষার রুটিন ২০২৬ প্রকাশ
অবশেষে দীর্ঘ দিন অপেক্ষার শেষে এসএসসি পরীক্ষার রুটিন ২০২৬ প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড। যারা এসএসসি পরীক্ষার রুটিন এর জন্য অপেক্ষা করতেছিলেন তাদের জন্য এই রুটিন। প্রতিবছরের ন্যায় এই বছরও মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড তাদের অফিসিয়াল ওয়েবসাইট এ এই রুটিন বিজ্ঞপ্তি প্রকাশ করে। ১৫ জানুয়ারী ২০২৬ তারিখে এই রুটিন প্রকাশ করা হয়। এতে শিক্ষার্থীদের অনেক সুবিধা হবে তাদের পরীক্ষার প্রস্তুতির জন্য।
২০২৬ সালের এসএসসি পরীক্ষা কবে হবে আজকের খবর
২০২৬ সালের এসএসসি পরীক্ষা কবে হবে—এই প্রশ্নটি বর্তমানে অনেক শিক্ষার্থীর মনে রয়েছে।
প্রিয় ছাত্রছাত্রী ও অভিভাবকেরা অধীর আগ্রহে এসএসসি পরীক্ষা ও পরীক্ষার রুটিনের অপেক্ষায় আছেন।
এই পোস্টে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি ও রুটিন সংক্রান্ত সর্বশেষ তথ্য তুলে ধরা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড ১৫ জানুয়ারি ২০২৬ তারিখে এসএসসি পরীক্ষার রুটিন ও সূচি প্রকাশ করে।
প্রকাশিত সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হবে আগামী ২১ এপ্রিল ২০২৬ থেকে।
এর ফলে শিক্ষার্থীরা আগেভাগেই পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সুযোগ পাচ্ছে।
রুটিন অনুযায়ী এবছর বাংলা বিষয়ের মাধ্যমে পরীক্ষা শুরু হবে।
পরীক্ষা শেষ হবে ২০ মে ২০২৬ তারিখে।
প্রতিদিন সকাল ১০টা থেকে সকল পরীক্ষা শুরু হবে।
এসএসসি পরীক্ষার রুটিন ২০২৬ নিয়ে বিস্তারিত
২১ এপ্রিল ২০২৬ থাকে শুরু হয়ে ২০ মে ২০২৬ তারিখে পরীক্ষা শেষ হবে। এসএসসি পরীক্ষার আগে রুটিন ও পূর্ণাঙ্গ সিলেবাস সংগ্রহ করে রাখতে পারেন। এতে পরীক্ষা প্রস্তুতি ও ভালো ফলাফল করতে পারেন। তাই এক জন ভালো ছাত্র ছাত্রীর সবার আগে পরীক্ষার রুটিন ও পূর্ণাঙ্গ সিলেবাস সংগ্রহ করা ও অনুসরণ করা। পরীক্ষা শুরু হবে সকাল ১০ টার সময়। তাই ১০ টার কমপক্ষে ৩০ মিনিট পূর্বে পরীক্ষার হলে উপস্থিত থাকতে হবে ।রুটিনে উল্লেখ আছে ৭ থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।১৮ জুনের মধ্যে অবশ্যয় হাতে লেখা নম্বরফর্দ এবং ব্যবহারিক উত্তরপত্র, আনুষঙ্গিক কাগজপত্র ও স্বাক্ষরলিপি বিভাগ অনুযায়ী রোল নম্বরের ক্রমানুসারে সাজিয়ে হাতে হাতে মাধ্যমিক পরীক্ষা শাখায় জমা দিতে হবে।
নিচের টেবিলে এসএসসি পরীক্ষার রুটিন ২০২৬ বিস্তারিত দেওয়া হলো
| বিষয় ও সময় | বিষয় কোড | তারিখ ও দিন |
| ১। বাংলা (আবশ্যিক)-১ম পত্র ২। সহজ বাংলা-১ম পত্র | ১০১ ১০৩ | ২১/০৪/২০২৬ মঙ্গলবার |
| ১। বাংলা (আবশ্যিক)-২য় পত্র ২। সহজ বাংলা-২য় পত্র | ১০২ ১০৪ | ২৩/০৪/২০২৬ বৃহস্পতিবার |
| ১। ইংরেজি (আবশ্যিক)-১ম পত্র | ১০৭ | ২৬/০৪/২০২৬ রবিবার |
| ১। ইংরেজি (আবশ্যিক)-২য় পত্র | ১০৮ | ২৮/০৪/২০২৬ মঙ্গলবার |
| ১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | ১৫৪ | ৩০/০৪/২০২৬ বৃহস্পতিবার |
| ১। গণিত (আবশ্যিক) | ১০৯ | ০৩/০৫/২০২৬ রবিবার |
| ১। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় | ১৫০ | ০৫/০৫/২০২৬ মঙ্গলবার |
| ১। ইসলাম ও নৈতিক শিক্ষা/ইসলাম শিক্ষা ২। হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা/হিন্দুধর্মশিক্ষা ৩। বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা/বৌদ্ধধর্ম শিক্ষা ৪। খ্রিষ্টধর্ম ও নৈতিক শিক্ষা/খ্রিষ্টধর্ম শিক্ষা | ১১১ ১১২ ১১৩ ১১৪ | ০৭/০৫/২০২৬ বৃহস্পতিবার |
| ১। পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) ২। বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৩। ফিন্যান্স ও ব্যাংকিং | ১৩৬ ১৫৩ ১৫২ | ১০/০৫/২০২৬ রবিবার |
| ১। ভূগোল ও পরিবেশ | ১১০ | ১১/০৫/২০২৬ সোমবার |
| ১। গার্হস্থ্যবিজ্ঞান (তত্ত্বীয়) ২। কৃষিশিক্ষা (তত্ত্বীয়) ৩। সঙ্গীত (তত্ত্বীয়) ৪। আরবি ৫। সংস্কৃত ৬। পালি ৭। শারীরিক শিক্ষা ও ক্রীড়া (তত্ত্বীয়)/শারীরিক শিক্ষা,স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা ৮। চারু ও কারুকলা (তত্ত্বীয়) | ১৫১ ১৩৪ ১৪৯ ১২১ ১২৩ ১২৪ ১৩৩ ১৪৮ | ১২/০৫/২০২৬ মঙ্গলবার |
| ১। হিসাববিজ্ঞান | ১৪৬ | ১৩/০৫/২০২৬ বুধবার |
| ১। রসায়ন (তত্ত্বীয়) ২। পৌরনীতি ও নাগরিকতা ৩। ব্যবসায় উদ্যোগ | ১৩৭ ১৪০ ১৪৩ | ১৪/০৫/২০২৬ বৃহস্পতিবার |
| ১। উচ্চতর গণিত (তত্ত্বীয়) ২। বিজ্ঞান | ১২৬ ১২৭ | ১৭/০৫/২০২৬ রবিবার |
| ১। জীববিজ্ঞান (তত্ত্বীয়) ২। অর্থনীতি | ১৩৮ ১৪১ | ২০/০৫/২০২৬ বুধবার |
| সঙ্গীত (১৪৯) সহ সকল বিষয়ের ব্যাবহারিক পরীক্ষ | ০৭/০৬/২০২৬ হতে ১৪/০৬/২০২৬ তারিখ পর্যন্ত। (উল্লিখিত তারিখের মধ্যে অবশ্যই পরীক্ষা সম্পন্ন করতে হবে) এবং ১৮/০৬/২০২৬ তারিখের মধ্যে হাতে লেখা নম্বরফর্দ এবং ব্যাবহারিক উত্তরপত্র, আনুষঙ্গিক কাগজপত্রাদি ও স্বাক্ষরলিপি বিভাগ অনুযায়ী রোল নম্বরের ক্রমানুসারে সাজিয়ে হাতে হাতে মাধ্যমিক পরীক্ষা শাখায় জমা দিতে হবে। | স্থান : স্ব স্ব পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঙ্গীত বিষয়ের সঙ্গীত অংশের ব্যাবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীকে প্রবেশপত্র, নিবন্ধনপত্র, বাদ্যযন্ত্র, তবলাবাদক ও সনাক্তকারী শিক্ষকসহ নিজ খরচে নির্ধারিত তারিখে সকাল ৯.৩০ মিনিটের মধ্যে কেন্দ্রে উপস্থিত হতে হবে। ব্যাবহারিক পরীক্ষার জন্য শুধু ব্যাবহারিক উত্তরপত্র ব্যবহার করতে হবে। কোনোক্রমেই তত্ত্বীয় পরীক্ষার মূল উত্তরপত্র ব্যবহার করা যাবে না। |
এসএসসি পরীক্ষা বিশেষ নির্দেশাবলি:
ا পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।
২. প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে।
৩. প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।
৪. পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে তিনদিন পূর্বে সংগ্রহ করবে।
৫. শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়সমূহ জাতীয় শিক্ষক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড-এর নির্দেশনা অনুসারে ধারাবাহিক
মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত
নম্বর শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্র ব্যাবহারিক পরীক্ষার নম্বরের সাথে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর
বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে প্রেরণ করবে।
৬. পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রের OMR ফরমে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর পাশাপাশি বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত
ভরাট করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
৭. পরীক্ষার্থীকে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনি এছাড়া ব্যাবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে।
৮. প্রত্যেক পরীক্ষার্থী কেবল নিবন্ধনপত্রে বর্ণিত বিষয়/বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোনো অবস্থাতেই ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ
করার অনুমতি প্রদান করা যাবে না।
আরো যা থাকছে এসএসসি পরীক্ষা বিশেষ নির্দেশাবলিতে
৯. পরীক্ষা শুরুর অন্ততঃ ০৭ দিন পূর্বে পরীক্ষার্থীদের মাঝে প্রবেশপত্র বিতরণ নিশ্চিত করতে হবে। এ বিষয়ে কোনো জটিলতা তৈরি হলে প্রতিষ্ঠান প্রধান
দায়ী থাকবেন।
১০. পরীক্ষার্থীগণ পরীক্ষায় শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।
১১. কেন্দ্রসচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি/পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে এবং ব্যবহার করতে পারবেন না।
১২. সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনি ও ব্যাবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই উপস্থিতি পত্র ব্যবহার করতে হবে।
১৩. ব্যবহারিক পরীক্ষা স্ব স্ব কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
১৪. পরীক্ষার ফলাফল প্রকাশের ০৭ (সাত) দিনের মধ্যে পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করতে হবে। এ বিষয়ে দৈনিক পত্রিকায় এবং শিক্ষা
বোর্ডসমূহের ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন প্রক্রিয়া, তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে।
উপরে বিস্তারিত সহকারে সম্পূর্ণ রুটিন সাথে পরীক্ষার হলে যাওয়ার জন্য বিশেষ নির্দেশাবলী দাওয়া হইছে। অবশ্যই পরীক্ষার হলে যাওয়ার পূর্বে রুটিন ও বিশেষ নির্দেশাবলী দেখে তারপরে পরীক্ষার হলে যেতে পারেন।
নিচে এসএসসি পরীক্ষার ২০২৬ সালের রুটিন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক থেকে পাওয়া ছবি দাওয়া হলো :
২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি
তারিখ: ১৫/০১/২০২৬ খ্রি.
এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী
অনুষ্ঠিত হবে। বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এ সময়সূচি পরিবর্তন করতে পারবেন।


চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রয়োজন হলে এই Job Notice লিংক থেকে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি গুলা পড়তে পারেন।
এসএসসি রুটিন PDF ডাউনলোড
চাইলে এসএসসি পরীক্ষার রুটিনে পিডিএফ দেখতে পারেন পাশাপাশি পিডিএফ ডাউনলোড করতে পারেন।পিডিএফ ডাউনলোড করতে চাইলে এই খান থেকে ডাউনলোড করতে পারেন।2026 সালের SSC ROUTINE.pdf
একনজরে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি
পরীক্ষা শুরু তারিখ : ২১ এপ্রিল ২০২৬ তারিখে পরীক্ষা শুরু হবে।
তত্ত্বীয় পরীক্ষা শেষ : ২০ মে ২০২৬ তারিখে তত্ত্বীয় পরীক্ষা শেষ।
প্রতিদিন পরীক্ষা শুরু সময় : সকাল ১০ টা থেকে শুরু।
বোর্ডসমূহ: সকল সাধারণ, মাদ্রাসা ও কারিগরি বোর্ড।
২০২৬ সালের এসএসসি পরীক্ষার চূড়ান্ত সময়সূচী
বাংলা ১ম পত্র (Bangla 1st Paper): ২১ এপ্রিল (মঙ্গলবার)
বাংলা ২য় পত্র (Bangla 2nd Paper) : ২৩ এপ্রিল (বৃহস্পতিবার)
ইংরেজি ১ম পত্র (English 1st Paper) : ২৬ এপ্রিল (রবিবার)
ইংরেজি ২য় পত্র (English 2nd Paper) : ২৮ এপ্রিল (মঙ্গলবার)
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) : ৩০ এপ্রিল (বৃহস্পতিবার)
গণিত (Mathematics) : ০৩ মে (রবিবার)
বাংলাদেশ ও বিশ্বপরিচয় (BGS) : ০৫ মে (মঙ্গলবার)
পদার্থবিজ্ঞান/ইতিহাস/ফিন্যান্স (Physics/History/Finance): ১০ মে (রবিবার)
উচ্চতর গণিত/বিজ্ঞান (Higher Math/Science): ১৭ মে (রবিবার)
জীববিজ্ঞান/অর্থনীতি (Biology/Economics) : ২০ মে (বুধবার)
আসা করি পূর্ণাঙ্গ রুটিনে পেয়েছেন।রুটিনে সিলেবাস এর পাশা পাশি পড়ালেখায় মনোযোগ দেন। রুটিনে ও সিলেবাস সাথে রাখুন পাশা পাশি পড়ালেখা করে যান। কোনো সমস্যা হলে জানাবেন। আমরা নিয়মিত লেখাপড়া ,সংবাদ ,চাকরির সংবাদ পোস্ট করে থাকি। গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে আমাদের সাথে থাকুন সময়। লেখাপড়া সম্পর্কে কি দরকার আমাদের জানান। আমরা চেষ্টা করবো আমাদের সদ্য মতো চেষ্টা করবো। ধন্যবাদ







Leave a Comment