আবহাওয়াপশ্চিমবঙ্গভারতচাকরিরাশিফলআইপিএলআধ্যাত্মিকটাকা পয়সাস্বাস্থ্যলাইফস্টাইলমিউচুয়াল ফান্ডব্যবসাঅন্যান্যশেয়ার বাজারটিভি সিরিয়াল

Weather Update: পশ্চিমের শীতল হাওয়ায় কেঁপে যাবেন, রবিবারেই ১৪ ডিগ্রি, আগামী কয়েকদিন কতটা নামবে পারদ

By Roshan Kumar

Published on: November 10, 2025

Follow Us

---Advertisement---

কলকাতা: শীত শীত আমেজ বুঝতে আর বাকি নেই। রবিবারের সকালে ঠান্ডা হাওয়ায় ঘুম ভেঙেছে, সঙ্গে মিঠে রোদ। তাপমাত্রার পারদ ক্রমশ কমছে। হাওয়া অফিসের রিপোর্ট বলছে, আগামী কয়েকদিনে দুই বঙ্গেই শুষ্ক থাকবে আবহাওয়া। ধীরে ধীরে তাপমাত্রা অনেকটাই কমেছে। কলকাতাতেই তাপমাত্রা দুই ডিগ্রি কমেছে। দক্ষিণবঙ্গের সব জায়গাতেই স্বাভাবিকের থেকে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত কমেছে।

রবিবার কোন জেলায় তাপমাত্রা কত:

কলাইকুন্ডায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে ডিগ্রি কমেছে।

শ্রীনিকেতনে তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস।

বাঁকুড়ায় তাপমাত্রা ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস।

পুরুলিয়ায় ১৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার এই প্রবণতাই আগামী পাঁচদিন বজায় থাকবে দুই বঙ্গে। তাপমাত্রার খুব একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই এই মুহূর্তে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, কোনও সিস্টেম নেই, তাই দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে এবং রাতে তাপমাত্রা খানিকটা কমবে। মূলত পশ্চিমের শীতল হাওয়ার জন্য সর্বনিম্ন তাপমাত্রা কম থাকবে বলে মনে করা হচ্ছে।

উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদহ এবং রায়গঞ্জের তাপমাত্রা বাদ দিয়ে বাদবাকি জেলায় স্বাভাবিকের থেকে তাপমাত্রা চার-পাঁচ ডিগ্রি বেশি আছে। কিন্তু শনিবার থেকে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের তাপমাত্রা সব জায়গাতেই এক থেকে দুই ডিগ্রি কমেছে। আপাতত সর্বনিম্ন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না উত্তরবঙ্গে। রবিবার দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি। অর্থাৎ উত্তরের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি এবং দক্ষিণের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম।

আগামী কয়েকদিন সকালের দিকে ভালই কুয়াশার দেখা যাবে কলকাতা ও আশপাশের এলাকাগুলিতে। তবে তুলনায় দাপট বেশি থাকবে উপকূল সংলগ্ন জেলাগুলিতে।

Leave a Comment