আবহাওয়াপশ্চিমবঙ্গভারতচাকরিরাশিফলআইপিএলআধ্যাত্মিকটাকা পয়সাস্বাস্থ্যলাইফস্টাইলমিউচুয়াল ফান্ডব্যবসাঅন্যান্যশেয়ার বাজারটিভি সিরিয়াল

শৈত্যপ্রবাহে কাঁপছে গোটা দেশ, থাকবে কতদিন

By newsdhaka

Published on: January 5, 2026

Follow Us

শৈত্যপ্রবাহে কাঁপছে গোটা দেশ, থাকবে কতদিন

---Advertisement---

শীতে কাবু জনজীবন। চলমান শৈত্যপ্রবাহে কাঁপছে গোটা দেশ। শীতের এই তীব্রতা থাকবে সপ্তাহ জুড়েই। চলতি মৌসুমে মৃদু থেকে মাঝারি ও মাঝারি থেকে তীব্র আরো চারটি শৈত্য প্রবাহ বইবে সারা দেশে।এদিকে, শীতে চরম দুর্দশায় ছিন্নমূল ও শ্রমজীবী মানুষ। শ্বাসকষ্ট ও ঠাণ্ডাজনিত রোগী বেড়েছে হাসপাতালগুলোতে। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে রাজশাহীতে।

টানা ১০ দিন ধরেই শীতের দাপট ঢাকাসহ সারা দেশে। রাতে, কোথাও কোথাও সন্ধ্যার পর নামছে কুয়াশাবৃষ্টি। এবারের শীতের এমন দাপটে জনজীবন নাস্তানাবুদ। 

পৌষের শেষ সময়ে এই শীত আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।চলমান শৈত্যপ্রবাহে বেশি ভুগছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। ভোরে কাজে বের হতে পারছে না রিকশাচালক, ভ্যানচালক ও দিনমজুররা।

খোলা আকাশের নিচে আশ্রয় নেওয়া মানুষের শীত রোখার চেষ্টা খরকুঠা জ্বালিয়ে।

এদিকে, শীতের তোড়ে বাড়ছে রোগ-বালাই। রাজধানীর বক্ষব্যাধি হাসপাতালের বহিঃবিভাগে অ্যাজমা, নিউমোনিয়া ও কোল্ড ডায়রিয়ার রোগী ভর্তির নমুনাই বলে দিচ্ছে কী ভোগান্তিতে মানুষ। ঠাণ্ডাজনিত রোগ এড়াতে নিয়মিত মাস্ক পরার পাশাপাশি ধুলাবালি ও সকালের ঘন কুয়াশা এড়িয়ে চলার পরামর্শ চিকিৎসকদের।

Leave a Comment