আবহাওয়াপশ্চিমবঙ্গভারতচাকরিরাশিফলআইপিএলআধ্যাত্মিকটাকা পয়সাস্বাস্থ্যলাইফস্টাইলমিউচুয়াল ফান্ডব্যবসাঅন্যান্যশেয়ার বাজারটিভি সিরিয়াল

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল পোশাক খোলার ভিডিও , জানা গেল আসল ঘটনা

By newsdhaka

Published on: December 18, 2025

Follow Us

---Advertisement---

আপনারা ইতিমধ্যে দেখেছেন নেত্রকোণার পূর্বধলা উপজেলার নারায়ণডহর গ্রামে মুঠোফোনে ধারণ করা একটি ১২ সেকেন্ডের ভিডিওকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে। গত ১৫ ডিসেম্বর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি ব্যাপকভাবে নজরে আসে।

ভাইরাল ভিডিওতে আপনারা হয়তো দেখেছেন , নারায়ণডহর এলাকার জামিয়া বদরুল হুদা খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসার সামনে স্কেটিং করতে করতে এক যুবক ভ্যানে চলাচলরত এক তরুণীকে উত্যক্ত করে। একপর্যায়ে তরুণীর সঙ্গে থাকা ব্যাগ দিয়ে আঘাত করা হলে ওই যুবক তাকে বিবস্ত্র করার চেষ্টা করে। এ দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,আসলে পুরো ঘটনাটি পূর্বপরিকল্পিতভাবে ধারণ করা হয়। ভিডিও ধারণ ও প্রকাশের সঙ্গে জড়িত ছিলেন উপজেলার নারায়ণডহর গ্রামের মৃত ওয়াসিমের ছেলে রোমান (১৮) ও স্কেটিং করা যুবক রাকিব (১৮); তারা দুইজন যমজ ভাই। এবং তরুণীর ভূমিকায় অভিনয় করা উপজেলার নসিবপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে হানিফ (১৩)।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত দুই ভাই দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে তথাকথিত ‘funny video ’ তৈরি করে আসছিলেন। সেই ধারাবাহিকতায় ভিউ বাড়ানোর জন্য আলোচিত ভিডিওটি নির্মাণ করা হয়।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিভিন্ন মহল থেকে এ ধরনের কর্মকাণ্ডকে সমাজের জন্য ক্ষতিকর উল্লেখ করে ঘটনায় জড়িত থাকার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত কিশোর কিশোরী আত্মগোপনে রয়েছেন। তাদের মোবাইল ফোন বন্ধ থাকায় এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে পূর্বধলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বুলবুল বলেন, “এ ধরনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে স্কুলপড়ুয়া ছাত্রীদের মধ্যে ভীতি সৃষ্টি করছে। আমি মনে করি এ ধরনের ভিডিও নির্মাতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদরুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িতরা বর্তমানে আত্মগোপনে রয়েছে। ভিডিও আপলোডকৃত তাদের ‘রাকিব ইজ স্কেটিং ব্লগ’ নামে পেজটিও ইতোমধ্যে অপসারণ করে ফেলেছে। তবে তাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিছুর রহমান খান জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই অ’ভিযুক্তদের বি’রুদ্ধে আ’ইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পূর্বধলা থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Comment