পটুয়াখালীর দুমকীতে হা’মলার পরে ৮০ বছরের বৃ’দ্ধাকে ধ’র্ষ’ণের পর হ’ত্যার অ’ভিযো’গে মনির নামে একজনকে আ’টক করেছে পু’লিশ।লা’শ উ’দ্ধা’র করে ম’য়নাত’দন্তের জন্য ম’র্গে পাঠিয়েছে পু’লিশ।এদিকে ব’খাটের হা’মলায় আ’হত বৃদ্ধার ছেলে ওমর ফারুক ওরফে বাবুল খানকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। শনিবার দিবাগত রাতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে এ ঘ’টনা ঘ’টে।
অ’ভিযু’ক্ত ব্যক্তি বৃদ্ধার চাচাতো নাতি বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। নানাবাড়ির সুবাদে বর্তমানে একই বাড়িতে বসবাস করলেও তার মূল বাড়ি লেবুখালী ইউনিয়নের বাদশাবাড়ি এলাকায়। তার বাবার নাম হোসেন মিয়া।
স্থানীয় লোকজনের ভাষ্য, গভীর রাতে আকবর খানের বসতঘরের সামনে গিয়ে প্রথমে বাবুলের স্ত্রী রশিদা বেগমের কাছে পানি পান করতে চান অভিযুক্ত মনির। ভয়ে রাশিদা দরজা না খুললে ঘরের পেছনের দিক থেকে ভে’ঙে ঘরে ঢুকে টাকা দাবি করে বাবুলকে পি’টিয়ে জ’খম করে মনির। তাণ্ডবের একপর্যায়ে অন্ধ বৃ’দ্ধা পিয়ারা বেগমকে ধ’র্ষ’ণ করে হ’ত্যা করে সে। অপরদিকে ঘর ভা’ঙার শব্দ পেয়েই ভয়ে প্র’তি’বন্ধী মেয়েকে নিয়ে পার্শ্ববর্তী ঘরে আশ্রয় নেন রাশিদা বেগম।
নি’হতের ছেলের স্ত্রী রাশিদা বেগম বলেন, ওদের (মনির) সঙ্গে আমাদের কোনো ঝ’গড়া নেই। গতকালও সুন্দরভাবে আমাদের সঙ্গে কথা বলে গেছে সে।
অপর স্বজনদের দাবি, মৃত আকবর খানের স্ত্রী পিয়ারা বেগমকে গভীর রাতে ধ’র্ষ’ণের পরে হ’ত্যা করা হয়েছে। নি’হতের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্নসহ ধ’র্ষ’ণের আলামত রয়েছে। তাকে উলঙ্গ অবস্থায় উ’দ্ধার করা হয়েছ। এ সময় অ’ভিযুক্তদের ফাঁ’সির দাবি করেন তারা। এছাড়াও অ’ভিযুক্ত মনির ও তার ছোট ভাইয়ের বি’রু’দ্ধে মা’দকাসক্তের অ’ভিযোগ করেন তারা।
দুমকী থানার পরিদর্শক মো. রফিকুল ইসলাম যুগান্তরকে বলেন, খবর পেয়ে অভিযুক্তকে আ’টক করা হয়েছে। এ ঘ’ট’নায় দুমকী থানায় একটি হ’ত্যা মা’মলা প্রক্রিয়াধীন। ঘ’ট’নাটির এখনো ত’দন্ত চলছে বলেও জানিয়েছে পুলিশ। উৎস: যুগান্তর।