পঞ্চম শ্রেণীর ছাত্রীকে যৌ”ন হ’য়রানি ,ধ’র্ষ’ক শিক্ষককে রং মাখিয়ে গ’ণধো’লাই জনতার

নীলফামারী জেলার ডোমার উপজেলায় পঞ্চম শ্রেনীর এক ছাত্রীকে যৌ’ন হ’য়রা’নির অ’ভিযোগে মিজান আহমেদ(৬০) নামে এক শিক্ষককে আ’টক করে গ’ণধো’লাইয়ের পর ডোমার  থা’না পুলিশে দিয়েছে ছাত্র-জনতা।
শনিবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার গোমনাতী মডেল স্কুল চত্বরে এ ঘ’টনা ঘ’টে। উক্ত শিক্ষক উক্ত স্কুলের অধ্যক্ষ বলে জানা গেছে। শিশু ছাত্রীটি ওই স্কুলের পঞ্চম শ্রেনীতে পড়ে। আ’টক শিক্ষক উপজেলার বামুনিয়া গ্রামের শামছুল ইসলামের ছেলে।
পুলিশ ও প্রত্যদর্শীদের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ওই শিক্ষক তার অফিস রমে ওই ছাত্রীকে ডেকে এনে যৌ’ন হ’য়রা’নি করে। বিষয়টি ছাত্রী মেনে নিতে পারেনি। ফলে স্কুল ছুটির পর বাড়ি গিয়ে পরিবারের কাছে জানায় ওই ছাত্রী। শুক্রবার স্কুল বন্ধ থাকায় শনিবার ওই শিক্ষক স্কুলে এলে পরিবারের সদস্য সহ এলাকার ছাত্র জনতা স্কুল ঘে’রাও করে ফে’লে।  এরপর বিভিন্ন রং এনে শিক্ষককে মা’খিয়ে গ’ণধ’লাই দেয়। পরে পুলিশ এসে তাকে উ’দ্ধার করে থা’নায় নেয়।
ডোমার থা’নার ও’সি আরিফুল ইসলাম জানান, এ ঘ’টনায় ছাত্রীর পরিবারের পক্ষ থেকে অ’ভিযোগ দেওয়া হয়েছে।

Visited 10 times, 1 visit(s) today