ক্যা’নসারের থেকেও ভ’য়ং’কর এই রো’গ, রেড অ্যা’লার্টে ভারত

ওবেসিটি বা স্থূলতা নিয়ে চিন্তা বাড়ছে মানুষের মধ্যে। ভারতে ক্যা’নসার আ’ক্রান্ত হওয়ার ভয়ে ভীত মানুষের সংখ্য়া ৪৭ শতাংশ। অন্যদিকে, দেশটির প্রায় ২৮ শতাংশ মানুষ ওবেসিটি নিয়ে দুশ্চিন্তায় ভু’গছেন।

সম্প্রতি এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে।

এর আগে গত বছরে একটি সমীক্ষা করা হয়েছিল। যেখানে অংশ নিয়েছিল প্রায় ৩১ দেশের প্রায় ২৩ হাজার মানুষ। এই সমীক্ষায় অংশ নিয়েছিলেন ভারতের ২২০০ জন মানুষ। সেই সমীক্ষা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ওবেসিটি নিয়ে দুশ্চিন্তায় ভু’গছেন ১৪ শতাংশ মানুষ। যেখানে ক্যা’নসার নিয়ে ভাবেন প্রায় ১২ শতাংশ মানুষ।

এই সমীক্ষা করা হয়েছিল মূলত তিনটি রো’গ নিয়ে। তা হলো- ক্যা’নসার, ওবেসিটি, মানসিক স্বাস্থ্য, মাদকের নে’শা ও টেনশন। যেখানে তুলে ধরা হয়েছে ২০২১ থেকে ২০২৪-এর এক পরিসংখ্যান। এই চার বছরে কত মানুষ এগুলো নিয়ে ভাবছেন তাই উঠে এসেছে সমীক্ষায়।

বিশেষজ্ঞরা বলছেন, এই কারণে মানসিক স্বাস্থ্যও ক্ষ’তিগ্র’স্ত হচ্ছে। তারা আরও বলছেন, ওবেসিটি বা স্থূ’লতা রো’গের দিক থেকে ভারত এখন রে’ড অ্য়া’লার্টে। গত কয়েক বছরে যেভাবে ওবেসিটি নিয়ে চিন্তা বাড়ছে মানুষের মধ্যে, তা কিন্তু চোখে পড়ার মতো।

Visited 14 times, 1 visit(s) today