ঈদ আনন্দ : পার্ক-বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের ঢল

ঈদ উৎসব ঘিরে চলছে শহরবাসীর ছোটাছুটি। ছুটিতে রাজধানী শহর ফাঁকা হওয়ায় বিরাজ করেছে সুখময় দৃশ্যকল্প। সব মিলিয়ে বিনোদনপিপাসু মানুষের কাছে সোনায় সোহাগা হয়েছে এবার ঈদ উৎসব। তার মধ্যে এবার পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে ঈদ আনন্দে যুক্ত হয়েছে ভিন্ন আমেজ। শহরবাসীর মন রাঙাতে সরকারিভাবে নেওয়া হয়েছে কিছু নতুন উদ্যোগ।বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাজধানীর একাধিক বিনোদন কেন্দ্র ঘুরে এসব চিত্র দেখা গেছে। সকাল থেকে পরিবারসহ মানুষের আগমন থাকলেও বিকেলের দিকে এসে এসব স্থানগুলো লোকে লোকারণ্য হয়ে উঠেছে। দেখা গেছে, ঈদুল ফিতর উপলক্ষ্যে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের ঢল নেমেছে। পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে ঈদের ছুটি উপভোগ করতে হাজারো মানুষ ছুটে গেছেন বিভিন্ন পার্ক ও বিনোদন কেন্দ্রে। বিশেষ করে ধানমন্ডি লেক, হাতিরঝিল, জাতীয় চিড়িয়াখানা, শিশুপার্ক, রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান ও ওয়ারী পার্কে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।নৌকা ভ্রমণ, খোলা আকাশের নিচে বসে গল্প… ধানমন্ডি লেকে দুপর পরেই পরিবার-পরিজন নিয়ে ঘুরতে এসেছেন শরিফুল ইসলাম। নৌকা ভ্রমণ, খোলা আকাশের নিচে বসে গল্প করা, স্ট্রিট ফুড খাওয়া—সব মিলিয়ে এক উৎসবমুখর পরিবেশেই সারা বিকেল কাটিয়েছেন তিনি। ঢাকা পোস্টকে তিনি বলেন, ‘এবারের ঈদের ছুটিতে পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য ধানমন্ডি লেকে এলাম। এখানে বাচ্চাদের খেলার ব্যবস্থা, নৌকা ভ্রমণ, আর সুন্দর পরিবেশ সব মিলিয়ে বেশ ভালো লাগছে।’

Visited 21 times, 1 visit(s) today