আবহাওয়াপশ্চিমবঙ্গভারতচাকরিরাশিফলআইপিএলআধ্যাত্মিকটাকা পয়সাস্বাস্থ্যলাইফস্টাইলমিউচুয়াল ফান্ডব্যবসাঅন্যান্যশেয়ার বাজারটিভি সিরিয়াল

৫০০ টাকা বাজিতে খালে ১০০ ডুব, প্রা’ণ গেল কৃষকের

By newsdhaka

Published on: December 25, 2025

Follow Us

৫০০ টাকা বাজিতে খালে ১০০ ডুব, প্রাণ গেল কৃষকের

---Advertisement---

ঝালকাঠির রাজাপুর উপজেলায় ৫০০ টাকার বাজি ধরে খালে ১০০ বার ডু’ব দিতে গিয়ে বাবুল মোল্লা (৪৫) নামের এক কৃষকের মৃ’ত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বড়ইয়া কাছারি বাড়ি বাজার এলাকায় এ ঘ’টনা ঘ’টে। বাবুল মোল্লা উপজেলার বড়ইয়া মোল্লাবাড়ি এলাকার আনসার মোল্লার ছেলে।

জানা যায়, আজ সকালে বাবুল মোল্লা এক বস্তা চাল মাথায় নিয়ে বড়ইয়া কাঁছারি বাড়ি বাজারে আসেন। শীতের সকালে পরিশ্রমের কারণে শরীর গ’রম হয়ে গেলে তিনি বাজারে উপস্থিত কয়েকজনের সঙ্গে ৫০০ টাকার বিনিময়ে খালে নেমে টানা ১০০ বার ডুব দেওয়ার বা’জি ধরেন। এরপর তিনি খালে নেমে একটানা ১০০ বার ডুব দেন।

ডুব দেওয়া শেষে খালের পাড়ে উঠে তিনি অ’সুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে স্বজনেরা তাঁকে উ’ষ্ণতা দেওয়ার চেষ্টা করেন। পরে রাজাপুর উপজেলা স্বা’স্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চি’কিৎসক তাঁকে মৃ’ত ঘোষণা করেন।

রাজাপুর থা’নার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘ’টনাস্থল পরিদর্শন করেছে। এ ঘ’টনায় পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অ’ভিযোগ পাওয়া যায়নি। অ’ভিযোগ পেলে আ’ইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্র: আজকের পত্রিকা

Leave a Comment