শীতে কাবু জনজীবন। চলমান শৈত্যপ্রবাহে কাঁপছে গোটা দেশ। শীতের এই তীব্রতা থাকবে সপ্তাহ জুড়েই। চলতি মৌসুমে মৃদু থেকে মাঝারি ও মাঝারি থেকে তীব্র আরো চারটি শৈত্য প্রবাহ বইবে সারা দেশে।এদিকে, শীতে চরম দুর্দশায় ছিন্নমূল ও শ্রমজীবী মানুষ। শ্বাসকষ্ট ও ঠাণ্ডাজনিত রোগী বেড়েছে হাসপাতালগুলোতে। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে রাজশাহীতে।
পৌষের শেষ সময়ে এই শীত আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।চলমান শৈত্যপ্রবাহে বেশি ভুগছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। ভোরে কাজে বের হতে পারছে না রিকশাচালক, ভ্যানচালক ও দিনমজুররা।
খোলা আকাশের নিচে আশ্রয় নেওয়া মানুষের শীত রোখার চেষ্টা খরকুঠা জ্বালিয়ে।
এদিকে, শীতের তোড়ে বাড়ছে রোগ-বালাই। রাজধানীর বক্ষব্যাধি হাসপাতালের বহিঃবিভাগে অ্যাজমা, নিউমোনিয়া ও কোল্ড ডায়রিয়ার রোগী ভর্তির নমুনাই বলে দিচ্ছে কী ভোগান্তিতে মানুষ। ঠাণ্ডাজনিত রোগ এড়াতে নিয়মিত মাস্ক পরার পাশাপাশি ধুলাবালি ও সকালের ঘন কুয়াশা এড়িয়ে চলার পরামর্শ চিকিৎসকদের।







Leave a Comment