আবহাওয়াপশ্চিমবঙ্গভারতচাকরিরাশিফলআইপিএলআধ্যাত্মিকটাকা পয়সাস্বাস্থ্যলাইফস্টাইলমিউচুয়াল ফান্ডব্যবসাঅন্যান্যশেয়ার বাজারটিভি সিরিয়াল

রোজার সঙ্গে বিচ্ছেদের ইঙ্গিত দিলেন তাহসান নিজেই

By newsdhaka

Published on: January 11, 2026

Follow Us

রোজার সঙ্গে বিচ্ছেদের ইঙ্গিত দিলেন তাহসান নিজেই

---Advertisement---

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানকে নিয়ে তার ভক্তদের আগ্রহের শেষ নেই। গত বছরের শুরুতে মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করে আলোচনায় এসেছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। তবে বিয়ের কয়েক মাস না যেতেই তাদের দাম্পত্য জীবনে দূরত্ব তৈরি হয়। বর্তমানে তারা আলাদা থাকছেন এ তথ্য নিশ্চিত করেছেন তাহসান নিজেই।

একটি জাতীয় দৈনিকে তাহসান বলেন, খবরটি সত্য। দীর্ঘদিন ধরে, অর্থাৎ জুলাইয়ের শেষ দিক থেকেই আমরা আলাদা আছি। সঠিক সময় এলে বিস্তারিত জানানো হবে। ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইনি। তবে বিবাহবার্ষিকী উপলক্ষে কিছু ভুয়া খবর দেখায় বিষয়টি পরিষ্কার করা প্রয়োজন হয়েছে যে, আমরা এখন একসঙ্গে নেই।

তিনি আরও জানান, ব্যক্তিগত বিষয় নিয়ে তিনি নীরব থাকতে চেয়েছিলেন। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য ছড়িয়ে পড়ায় বাধ্য হয়েই মুখ খুলতে হয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ের পর রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান। রোজা পেশায় একজন মেকআপ আর্টিস্ট। তিনি এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপের কাজ করছেন। পাশাপাশি নিউইয়র্কে তাঁর নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠানও রয়েছে।

এর আগে ২০০৬ সালের ৩ আগস্ট অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান। দীর্ঘ ১১ বছরের সেই দাম্পত্য জীবনের ইতি ঘটে ২০১৭ সালে। দ্বিতীয় সংসার নিয়েও অনিশ্চয়তার খবর সামনে আসায় তাহসানের ব্যক্তিগত জীবন আবারও আলোচনায় উঠে এসেছে শোবিজ অঙ্গনে।

Leave a Comment