রাজধানীর মগবাজার মুক্তিযো’দ্ধা গলি’র সামনে ফ্লাইওভারের ওপর থেকে বো’মা নিক্ষেপের ঘ’টনা ঘ’টেছে। এতে একজন নি’হত হয়েছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) রাতে এ ঘ’টনা ঘ’টে।
হাতিরঝিল থা’নার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মুর্তজা জানান, বোমা নি’ক্ষেপের খবর পেয়েছি। ঘ’টনাস্থলে পু’লিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে ফ্লাইওভারের ওপর থেকে কে বা কারা একটি বো’মা নিক্ষেপ করে। যা অ’জ্ঞাত এক যুবকের মাথায় পড়ে। এতে ঘ’টনাস্থলেই পথচারীর মৃ’ত্যু হয়।
নি’হতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।







Leave a Comment