ঘন কুয়াশার কারণে সারা দেশে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
রোববার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টা থেকে রাজধানীর সদরঘাটসহ সারা দেশের নৌপথে যাত্রীবাহী লঞ্চ ও নৌযান চলাচল বন্ধের এই নির্দেশনা কার্যকর করা হয়। বিষয়টি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিশ্চিত করেন বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপপরিচালক (নৌ-নিট্রা) বাবু লাল বৈদ্য।
তিনি জানান, আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে ঘন কুয়াশার কারণে নৌপথে দৃশ্যমানতা কমে যাওয়ায় নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এদিকে যেসব যাত্রীবাহী লঞ্চ ও নৌযান ইতোমধ্যে নির্ধারিত গন্তব্যের উদ্দেশে পথে রয়েছে, সেগুলোকে অভ্যন্তরীণ নৌচলাচল অধ্যাদেশ-১৯৭৬ অনুযায়ী প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ।






Leave a Comment