সিরাজগঞ্জে প্রকাশ্য দিবালকে ঘটে এক নৃশংস হ’ত্যা ঘ’টনা আব্দুর রহমান রিয়াদ নামে এক কলেজ শিক্ষার্থীকে কু’পি’য়ে হ’ত্যা করে দু’র্বৃ’ত্তরা। এ ঘ’টনার একটি সি সি টিভি ভিডিও ফুটেজ ভা’ইরাল হয়েছে। ঘ’টনা ঘ’টার পর পরই ইতোমধ্যে তিনজনকে আ’টকও করেছে পু’লিশ।রোববার (২৮ ডিসেম্বর) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে চৌরাস্তা মোড়ের বাহিরগোলা রোডে সিএনজি অটোরিকশার ভেতরে থাকা আব্দুর রহমানকে ধা’রালো অ’স্ত্র দিয়ে হা’মলা করে দুর্বৃত্তরা। গু’রুতর আ’হত অবস্থায় শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হা’সপাতালে নেওয়ার পর রাতে তার মৃ’ত্যু হয়।
নি’হ’ত আব্দুর রহমান শহরের সয়াধানগড়া খাঁ পাড়া মহল্লার রেজাউল করিমের ছেলে এবং ইসলামিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন। ভা’ইরাল সিসিটিভি ফুটেজে দেখা যায়, সিএনজিতে বসে থাকা অবস্থায় কয়েকজন তরুণ বিভিন্ন দিক থেকে এসে তাকে নির্বিচারে কু’পি’য়ে পা’লিয়ে যায়।স্থানীয় লোকজন দ্রুত তাকে উ’দ্ধা’র করে হা’সপা’তালে নিলেও গু’রু’তর জ’খম হওয়ায় চি’কিৎসকরা তাকে বাঁ’চা’তে পারেননি। ঘ’টনার আকস্মিকতায় এলাকাবাসীর মধ্যে ভ’য় ও ক্ষো’ভ দেখা দিয়েছে।
নি’হত রিয়াদের বাবা বলেন, আমার ছেলে নিয়মিত প্রাইভেট পড়তে যেত। মাগরিবের পর আমাকে ফোনে জানানো হয় রিয়াদ অ’সুস্থ, দ্রুত হা’সপা’তালে যেতে হবে। আমি হা’সপা’তালে এসে দেখি শরীর র’ক্তাক্ত ও বে’ন্ডিজ করা। আমার ছেলেকে হ’ত্যার বি’চার চাই। আর কারো বাবার বুক যেনো ফাঁ’কা না হয়৷হ’ত্যার প্রকৃত কারণ এখনো জানা যায়নি৷ তবে ধারণা করা হচ্ছে, এলাকা ভিত্তিক দ্বন্দ্বের জেরেই পূর্ব শ’ত্রুতা থেকেই এই হ’ত্যা’কাণ্ড হয়েছে।
সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু ঢাকা পোস্টকে বলেন, ইতোমধ্যে তিনজনকে আ’টক করা হয়েছে এবং তাদের মধ্যে একজন হ’ত্যার বিষয়টি স্বীকার করেছে। আমরা সিসি টিভির ফুটেজ দেখেই তাদের আ’টক করেছি। ম’রদেহ হস্তান্তর ও অন্যান্য আ’ইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে৷







Leave a Comment