পেঁয়াজের প্রকাশ্য নিলাম, কেজিপ্রতি বিক্রি ১৭ টাকা

পচনশীল পণ্য হিসেবে দ্রুত বিক্রির উদ্যোগে চট্টগ্রাম কাস্টমস প্রকাশ্য নিলামের মাধ্যমে পেঁয়াজ বিক্রি করেছে। বুধবার (১৭ এপ্রিল) আয়োজিত এ নিলামে কেজিপ্রতি পেঁয়াজ বিক্রি হয় ১৭ টাকা ৪০ পয়সায়।

চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার (নিলাম শাখা) সাকিব হোসেন জানান, পচনশীল পণ্য হিসেবে পেঁয়াজ দ্রুত বিক্রির লক্ষ্যে এ নিলামের আয়োজন করা হয়। মোট ১৪৪ টন পেঁয়াজের এ নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে দুটি প্রতিষ্ঠানকে পেঁয়াজ বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে।

কাস্টমসের তথ্য অনুযায়ী, নগরীর দেওয়ান হাট এলাকার ফারজানা ট্রেডিং ৮৭ টন পেঁয়াজের একটি চালান ১৫ লাখ টাকায় কিনে নেয়। অন্যদিকে, পতেঙ্গা এলাকার আসিফ নামের একজন ব্যবসায়ী ৫৭ টন পেঁয়াজের আরেক চালান ১০ লাখ ৫ হাজার টাকায় কেনেন।

Visited 9 times, 1 visit(s) today