পরীক্ষা ভালো না হওয়ায় এসএসসি পরীক্ষার কেন্দ্র ভা’ঙচুর করলো শিক্ষার্থীরা

চলতি এসএসসি পরীক্ষার গণিত বিষয়ের পরীক্ষা ভালো না হওয়ায় কেন্দ্র ভা’ঙচুরের ঘ’টনা ঘটেছে। আজ সোমবার দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রামপুর উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্র এ ভা’ঙচুর চালানো হয়। খবর পেয়ে ঘ’টনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি নি’য়ন্ত্রণে হয়। তবে এ ঘ’টনায় কেউকে আ’টক করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো সোমবার সকালে পরীক্ষা শুরু হয় কেন্দ্রটিতে। পরীক্ষা শেষে হঠাৎ একদল পরীক্ষার্থী কেন্দ্রের সামনে হ’ট্টগো’ল শুরু করে। একপর্যায়ে পরীক্ষাকেন্দ্রের জানালার কাঁচ ভা’ঙচুর করে তারা। খবর পেয়ে ঘ’টনাস্থলে ছুটে আসেন আ’ইনশৃঙ্খলা র’ক্ষাকারী বা’হিনীর সদস্যরা।

জানতে চাইলে রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মো. কবির হোসেন সরকার বলেন, পরীক্ষা খারাপ হওয়ার কারণে রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার্থীরা ভা’ঙচুর করেছে। সেখানে পরীক্ষা শেষে তারা কয়েকটি বেঞ্চ ও জানালার কাঁচ ভা’ঙচুর করে। তবে এতে কেউ আ’হত হয়নি।

এ বিষয়ে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন বলেন, ভা’ঙচুরের খবর পেয়ে ঘ’টনাস্থলে পু’লিশ ও সে’নাবাহিনী পাঠানো হয়। পরিস্থিতি নি’য়ন্ত্রণে রয়েছে। যারা ভা’ঙচুর করেছে তাদের শ’নাক্ত করা হবে। একই সঙ্গে তাদের অভিভাবকদের ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কেন্দ্র সচিবকে বলা হয়েছে।

Visited 24 times, 1 visit(s) today