আবহাওয়াপশ্চিমবঙ্গভারতচাকরিরাশিফলআইপিএলআধ্যাত্মিকটাকা পয়সাস্বাস্থ্যলাইফস্টাইলমিউচুয়াল ফান্ডব্যবসাঅন্যান্যশেয়ার বাজারটিভি সিরিয়াল

ছয় হ’ত্যাকাণ্ড: আঁ’তকে ওঠার তথ্য দিলেন সিরিয়াল কি’লার সম্রাট

By newsdhaka

Published on: January 20, 2026

Follow Us

---Advertisement---

সাভার মডেল থানার ঢি’ল ছো’ড়া দূরত্বে সাভার প্রেসক্লাবের পাশেই পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার। সেখানে গত সাত মাসে একে একে ছয়টি হ’ত্যাকা’ণ্ড ঘ’টেছে। রোববার (১৮ জানুয়ারি) জোড়া লা’শ উ’দ্ধারের পর বেরিয়ে এসেছে চা’ঞ্চল্যকর তথ্য। খু’নি থা’নার সামনেই ঘোরাঘুরি করা পরিচিত এক ভবঘুরে।

পু’লিশ সূত্রে জানা যায়, প্রায় সাত মাস আগে সাভার মডেল মসজিদের সামনে এক নারীর ম’রদেহ উ’দ্ধার করা হয়। এরপর গত বছরের ২৯ আগস্ট সাভার পৌর কমিউনিটি সেন্টার থেকে একটি অ’জ্ঞাতপরিচয় ম’রদেহ উ’দ্ধার হয়। পরে একই স্থান থেকে গত ১৯ ডিসেম্বর আরও একটি ম’রদেহ উ’দ্ধার করে পু’লিশ। সর্বশেষ গত ১৮ জানুয়ারি রোববার সাভার পৌর কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত ভবন থেকে আ’গুনে পোড়া অবস্থায় দুটি ম’রদেহ উ’দ্ধার করা হয়।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলা থেকে আ’গুনে পোড়া দুটি ম’রদেহ উদ্ধার করে পু’লিশ। এ ঘ’টনার পর ত’দন্তকারীরা আগের খু’নের সময় বসানো সিসিটিভি ফুটেজ এবং এক সাংবাদিকের ধারণ করা একটি ভি’ডিও বিশ্লেষণ করেন। দেখা যায়, ম’রদেহ কাঁধে নিয়ে যাচ্ছে এক ব্যক্তি, যাকে সবাই ছ’দ্মবেশী ভবঘুরে হিসেবে চিনত। পরে অ’ভিযান চালিয়ে মশিউর রহমান খান সম্রাটকে আ’টক করে পু’লিশ।

এ ঘ’টনায় সাভার থা’নার উপপরিদর্শক (এস’আই) সাখাওয়াত ইমতিয়াজ বাদী হয়ে রোববার (১৮ জানুয়ারি) রাতে মা’মলা করেন। মা’মলায় সম্রাটসহ আরও অ’জ্ঞাত ব্যক্তিদের আ’সামি করা হয়েছে। গতকাল তাকে ঢাকার চিফ জুডিশিয়াল আদালতে সোপর্দ করে ১০ দিনের রি’মান্ড আবেদন জানানো হয়েছে।

হ’ত্যাকাণ্ডের কথা স্বীকার করে সম্রাট বলেন, কোনো পাগল বা ভবঘুরেকে অনৈতিক যৌ”’নাচারে লিপ্ত হতে দেখলেই তাদের ‘থার্টি ফোর’ বা ‘সানডে মানডে ক্লোজ’ করে দিতাম।

পুলিশের প্রাথমিক ত’দন্তে আরও জানা যায়, সম্রাট প্রথম হ’ত্যাকা’ণ্ড ঘ’টান ২০২৫ সালের ৪ জুলাই। ওই রাতে সাভার মডেল মসজিদের সামনে আসমা বেগম নামের এক বৃ’দ্ধাকে শ্বা’সরো’ধ করে হ’ত্যা করেন তিনি। এরপর ২৯ আগস্ট পরিত্যক্ত কমিউনিটি সেন্টারে এক যুবককে হ’ত্যা করে ম’রদেহ পু’ড়িয়ে ফেলেন। একই বছরের ১১ অক্টোবর সেখানে আরও এক না’রীকে হ’ত্যা করা হয়। পরে ১৯ ডিসেম্বর আরেক যুবককে হ’ত্যা করেন তিনি। সর্বশেষ শনিবার রাতে এক কিশোরীসহ দুজনকে হত্যার পর ম’রদেহে আ’গুন দেন।

জানা গেছে, শিউর রহমান সম্রাট তার আসল নাম নয়, তার প্রকৃত নাম ভিন্ন। নিজেকে নিরাপদ রাখতে তিনি ছ’দ্মনাম ব্যবহার করতেন। তার বাড়িও সাভারে নয়।

Leave a Comment