আবহাওয়াপশ্চিমবঙ্গভারতচাকরিরাশিফলআইপিএলআধ্যাত্মিকটাকা পয়সাস্বাস্থ্যলাইফস্টাইলমিউচুয়াল ফান্ডব্যবসাঅন্যান্যশেয়ার বাজারটিভি সিরিয়াল

এই মাত্র জানা গেলো হাদিকে প্রস্তাব দিয়েছিলো শুটার ফয়সাল

By newsdhaka

Published on: December 22, 2025

Follow Us

---Advertisement---

সামনে ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ঝালকাঠি জেলার নলছিটি থানার শরিফ ওসমান হাদিকে গু’লি করার ঘ’টনায় মূল অ’ভিযুক্ত ফয়সাল করিম মাসুদ। তাকে নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসছে।

গো’য়েন্দা ত’দন্তে উঠে এসেছে,শহীদ শরিফ ওসমান হাদি হ’ত্যাকাণ্ড ছিল মূলত একটি সুপরিকল্পিত মিশনের ফল। তিনি বিদেশ থেকে ফিরে একটি ‘শু’টার টিম’ গঠন করা হয়। টার্গেট বাস্তবায়নে আগে সখ্যতা গড়ে তোলা হয়, এরপর মাত্র সাত দিনের মধ্যেই চালানো হয় প্রা’ণঘা’তী হা’মলা।জানা যায় হ’ত্যার পরবর্তী ১২ ঘণ্টার মধ্যেই দেশ ছেড়ে চলে যায় হ’ত্যায় মূল অ’ভিযু’ক্ত শু’টার ফয়সাল। গুরুত্বপূর্ণ আলামতও গায়েব করা হয় পরিকল্পনা অনুযায়ী।

ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হ’ত্যার নেপথ্যে এমনই এক সুপরিকল্পিত মিশনের তথ্য পেয়েছে গো’য়েন্দারা। হাদির সাথে কি’লার ফয়সালের পরিচয় হয় ইনকিলাব মঞ্চের কালচারাল সেন্টারে। শতাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গো’য়েন্দা তথ্যে উঠে এসেছে হ’ত্যার আগে শু’টার কীভাবে হাদিকে অনুসরণ করে ও ধাপে ধাপে পরিকল্পনা বাস্তবায়ন করে।

গত ৪ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ৮টা ১৮ মিনিটে বাংলামোটরের ইনকিলাব কালচারাল সেন্টারে আসেন শু’টার ফয়সাল ও তার সহযোগী কবির। প্রায় ছয় মিনিটের বৈঠক হয় সেখানে। সেই বৈঠকে ফয়সাল হাদির সঙ্গে কাজ করার প্রস্তাব দেন। এটি ছিল ঘনিষ্ঠতা তৈরির প্রথম ধাপ।

এরপর ৫ দিন পর ৯ ডিসেম্বর রাতে ফয়সাল আবার সেই কালচারাল সেন্টারে আসেন। এবার তার সঙ্গে ছিলেন আলমগীর। এই বৈঠকে নির্বাচনী প্রচারণার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। সেখান থেকেই হাদির টিমে ঢুকে পড়েন ফয়সাল। ১০ ডিসেম্বর সেগুনবাগিচায় হাদির প্রচারণায় সরাসরি অংশ নেন তিনি

প্রচারণায় অংশ নেওয়ার পরই পূর্ব পরিকল্পিত হাদিকে হ’ত্যার পরিকল্পনা চূড়ান্ত করেন ফয়সাল। মিশন বাস্তবায়নের জন্য নরসিংদী, মানিকগঞ্জ ,সাভার, সহ বিভিন্ন এলাকায় রেকি করেন তিনি। এর পরে ১১ ডিসেম্বর মিশন বাস্তবায়নের প্রস্তুতিতে ওঠেন পশ্চিম আগারগাঁওয়ে বোনের বাসায়। হা’মলার দিন ভোরে UBER এ করে যান হেমায়েতপুরের একটি রিসোর্টে।

পরবর্তীতে রিসোর্টের সিসিটিভি ফুটেজে দেখা যায়, শুক্রবার ভোর ৫টা ২২ মিনিটে ফয়সাল ও আলমগীরের গাড়ি হেমায়েতপুরের গ্রিন জোন রিসোর্টে প্রবেশ করে। সেখানে আগে থেকেই ছিলেন ফয়সালের বান্ধবী মারিয়া ও তার বোন। সেখানে হাদির একটি ভিডিও দেখিয়ে ফয়সাল বলেন, তিনি হাদির মাথায় গু’লি করার পরিকল্পনা করছেন এবং এতে সারাদেশে আলোড়ন সৃষ্টি হবে। তিনি ঘ’টনার পর সব ধরনের যোগাযোগ বন্ধ রাখার কথা বলেন।

সকাল ৮টা ৫৪ মিনিটে বান্ধবীকে নিয়ে রিসোর্ট থেকে বের হন ফয়সাল। বাইরে অপেক্ষায় ছিলেন আলমগীর। UBER এ করে বান্ধবীকে বাড্ডায় নামিয়ে দেওয়ার পর বেো ১১টা ৫ মিনিটে আগারগাঁওয়ের বাসা থেকে মোটরসাইকেলে বের হয়ে সরাসরি যান হাদির সেগুনবাগিচার প্রচারণায়। সকাল পৌনে ১২টার দিকে সেখানে পৌঁছান ফয়সাল।

প্রচারণা শেষে দুপুর ১২টা ২২ মিনিটে হাদি মতিঝিলের উদ্দেশ্যে রওনা হলে শুটার পেছন থেকে তার অটোরিকশা অনুসরণ করতে থাকেন। দুপুর ১২টা ৫০ মিনিটে হাদিকে বহন করা অটোরিকশা মতিঝিলের জামিয়া দারুল উলুম মসজিদের সামনে পৌঁছায়। আলমগীর মোটরসাইকেল পার্ক করলে দুজন নেমে আবারও প্র’চারণায় যুক্ত হন।

নামাজ শেষে দুপুর ২টা ১৬ মিনিটে হাদি সেখান থেকে রওনা হলে শুটারাও পিছু নেয়। দৈনিক বাংলা মোড়ে ডান দিকে ঘুরে পল্টনের বক্স কালভার্ট সড়কে ঢুকে পড়ে তারা। প্রায় আড়াই ঘণ্টা ফাঁকা জায়গা খুঁজে বেড়ানোর পর দুপুর ২টা ২৪ মিনিটে খুব কাছ থেকে হাদিকে লক্ষ্য করে দুটি গু’লি ছোড়ে ফয়সাল।

আ’শঙ্কাজনক অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে চি’কিৎসা দেওয়া হয়। অবস্থার অ’বনতি হলে উন্নত চি’কিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যা’ম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চি’কিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর ওসমান হাদির মৃ’ত্যু হয়।

পরে তাকে দেশে এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় মসজিদের পাশে (জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে) দা’ফন করা হয়।

Leave a Comment