আবহাওয়াপশ্চিমবঙ্গভারতচাকরিরাশিফলআইপিএলআধ্যাত্মিকটাকা পয়সাস্বাস্থ্যলাইফস্টাইলমিউচুয়াল ফান্ডব্যবসাঅন্যান্যশেয়ার বাজারটিভি সিরিয়াল

এইমাত্র পাওয়া: এবার বিএনপি-এনসিপি সং’ঘর্ষ

By newsdhaka

Published on: January 30, 2026

Follow Us

---Advertisement---

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ফেরি উদ্বোধনকে কেন্দ্র করে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের মধ্যে সং’ঘর্ষের ঘ’টনা ঘ’টেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আ’হত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে হাতিয়ার নলচিরা ঘাট এলাকায় এ ঘ’টনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফেরি উদ্বোধনের খবরে বিএনপি ও এনসিপির বিপুল সংখ্যক নেতাকর্মী নলচিরা ঘাটে উপস্থিত হন। এ সময় উদ্বোধনের কৃতিত্ব নেওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা কা’টাকা’টি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। সং’ঘর্ষ চলাকালে এলাকায় উ’ত্তেজনা ছড়িয়ে পড়ে এবং উভয় পক্ষের নেতাকর্মীরা পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকেন।

নলচিরা ঘাট এলাকার বাসিন্দা নাহিদ উদ্দিন বলেন, ফেরির ক্রেডিট নেওয়া নিয়ে দুই গ্রুপের মধ্যে মারামারি হয়েছে। এক গ্রুপ আরেক গ্রুপকে এলাকা থেকে বের করে দেওয়ার চেষ্টা করলে হাতাহাতি শুরু হয়। এতে অনেকেই আ’হত হয়েছেন।

এদিকে ফেরি উদ্বোধনের সময় এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে হাতিয়া থা’না ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী আবদুল হান্নান মাসউদ।

তিনি বলেন, ফেরী উদ্বোধনের সময় নলচিরা ঘাটে এনসিপি নেতৃবৃন্দের ওপর পরিকল্পিতভাবে একটি তালিকাভুক্ত স”ন্ত্রাসী বা’হিনী হা’মলা চালিয়েছে। বারবার এসব স’ন্ত্রাসীকে গ্রে’প্তারের দাবি জানানো হলেও প্রশাসনের ভূমিকা দুঃখজনকভাবে নির্বিকার। আগামী দুই ঘণ্টার মধ্যে হা’মলাকা’রীদের গ্রে’প্তার করা না হলে আমি নিজেই হাতিয়ার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করবো। যতক্ষণ পর্যন্ত অ’পরা’ধীদের আ’ইনের আওতায় আনা না হবে, ততক্ষণ এই কর্মসূচি চলবে।

অন্যদিকে বিএনপির পক্ষ থেকে হা’মলার অ’ভিযোগ অস্বীকার করা হয়েছে। বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী মাহাবুবুর রহমান শামীম বলেন, ফেরি চালু হওয়া হাতিয়াবাসীর দীর্ঘদিনের স্বপ্ন। আজ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে গেলে এনসিপির স’ন্ত্রাসীরা বিএনপির নেতাকর্মীদের ওপর হা’মলা চালায়। আমরা এই হামলার তী’ব্র ‘নিন্দা জানাই এবং দোষীদের দ্রুত গ্রে’প্তারের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে হাতিয়া থা’না পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, মা’রামা’রির খবর শুনেছি। তবে আহতের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আ’ইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Comment