আবহাওয়াপশ্চিমবঙ্গভারতচাকরিরাশিফলআইপিএলআধ্যাত্মিকটাকা পয়সাস্বাস্থ্যলাইফস্টাইলমিউচুয়াল ফান্ডব্যবসাঅন্যান্যশেয়ার বাজারটিভি সিরিয়াল

অসামাজিক কার্যকলাপের সময় নারীসহ আটক ৪২

By newsdhaka

Published on: December 23, 2025

Follow Us

---Advertisement---

গাজীপুর জিরানি বাজার এলাকায় একটি গেস্ট হাউজে অ’সামাজিক কা’র্যকলাপে জড়িত ১৯ নারীসহ ৪২ জনকে গ্রে’প্তার করেছে উত্তরা পশ্চিম থা’না পুলিশ।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে আ’টকদের আ’দালতে পাঠানো হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে কাশিমপুর থানা পুলিশের একটি বিশেষ দল এ অ’ভিযান পরিচালনা করে। অ’ভিযানে গেস্ট হাউজটি থেকে ১৯ নারী ও ২৩ পুরুষকে আ’টক করা হয়।

আটকরা হলেন— গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর গ্রামের মৃত সচীন্দ্র নাথ বর্মনের ছেলে দিলীপ কুমার (৩৫),বরগুনা জেলার তালতলী থানার ছোট কাইজরা গ্রামের আব্দুল খালেকের ছেলে মো. ইলিয়াস (৩০), দিনাজপুর জেলার মোহনপুর গ্রামের খবির উদ্দিনের ছেলে মো. বাবু হোসেন (২৩), ।

সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার ধপাপাড়া গ্রামের তোছির উদ্দিনের ছেলে আব্দুল বাকী (৩৫), পঞ্চগড় জেলার বোদা উপজেলার জয়নন্দব গ্রামের শামসুল হকের ছেলে মো. ফরিদ হোসেন (৩১), ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার দিরালপুর গ্রামের সজল চন্দ্র সিংহের ছেলে সাজন চন্দ্র সিংহ (৩৬), শেরপুর জেলার নালিতাবাড়ী থানার কাকরকান্দী উপজেলার মৃত আব্দুল হালিমের ছেলে মাসুদ রানা (৩৫), গাইবান্ধা জেলার সদর থানার মৃত আব্দুস সোবহানের ছেলে এরশাদুল মন্ডল (২৭), ফেনী জেলার সদর থানার সোনাপুর গ্রামের মৃত আজিজুল ইসলামের ছেলে মো. সোহাগ (৩২),টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার লতিফুর গ্রামের মোস্তফার ছেলে মো. রুবেল হোসেন (৩০),ভোলা জেলার দৌলতখান উপজেলার ভবানীপুর গ্রামের মৃত সাজু বেপারী ছেলে মো. মনির হোসেন (৩৫), মাদারীপুর জেলার ডাসা থানার বালি গ্রামের চুন্নু সিকদারের ছেলে তাওহিদ ইসলাম (২৫), টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার লতিফুর গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে মো. ছানোয়ার হোসেন (৩৫), গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানার ফেলামিনের পাগার গ্রামের মৃত মোক্তার আহমেদের ছেলে শাহাদাৎ হোসেন শাহীন, চাঁদপুর জেলার সদর থানার যাদনা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মো. মোতালেব (৩৫),গাজীপুর জেলার কাশিমপুর থানার লতিফুর এলাকার মাজেদা বেগমের ছেলে মাসুদ আহম্মেদ টুটুল (২৯), , মাগুরা জেলার সদর থানার আলকদিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মো. আল আমিন (৩৫), ফরিদপুর জেলার বাবুফদিয়া গ্রামের মোতালেব মোল্লার ছেলে শাকিল (২২), পটুয়াখালী জেলার বাউফল উপজেলার রায়তাতেরকাঠী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মো. হারুন অর রশিদ (৩৬), টাঙ্গাইল জেলার মধুখালী থানার মহিষ মারা গ্রামের সফিকুল ইসলামের ছেলে উজ্জল হোসেন (৩৩), সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার সৈয়দপুর গ্রামের সাজেদুলের ছেলে শাহ আলম (২৩), চাঁদপুর জেলার হাইমচর উপজেলার নয়ানীলপুর গ্রামের মনোমিয়ার ছেলে মো. মাসুদ (৩৪), মাগুরা জেলার সদর আলকদিয়া গ্রামের হাবিবের মেয়ে ফারিন (১৯), ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানার শ্রীপুর গ্রামের মৃত মোকসেদ আলীর মেয়ে ফাহিমা (৩২),চাঁদপুর জেলার মতলব থানার বাইশপুর গ্রামের আব্দুল মান্নানের মেয়ে পারুল বেগম (২২), কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার পাঁচ কাউনিয়া গ্রামের আজাহারুল ইসলামের মেয়ে তাছফিয়া (১৯), গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার যোগীচালা গ্রামের রাহুল বর্মনের মেয়ে বৃষ্টি রানী (২৭),চাঁদপুর জেলার সদর থানার বাকুরপুর গ্রামের হেদায়েত উল্লাহর ছেলে আমানউল্লা (৩২),নরসিংদী জেলার মনোহরদী উপজেলার ভাওয়ালীয়াপাড়া গ্রামের রমিজ উদ্দিনের মেয়ে সুরাইয়া (৩৫)।
এ ছাড়া পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার ফুলজুরি গ্রামের মৃত আলম হাওলাদারের মেয়ে হাফসা (২০), ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার টালিপাড়া গ্রামের সালামের মেয়ে মনি (৩৫), কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার সহিলা গ্রামের চান মিয়ার মেয়ে শিল্পী (৩৫),টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার আনার গ্রামের তৈয়ব আলীর মেয়ে মর্জিনা (২৫) , দিনাজপুর জেলার বিরন থানার নিজাম পুর গ্রামের হোসেন আলীর মেয়ে বিথী (৩০, শেরপুর জেলার শ্রীবর্দী থানার শালমারা গ্রামের আজিজুর রহমানের মেয়ে আখি (২১), সিরাজগঞ্জ জেলার তালাশ থানার বড় সাজ দক্ষিণা গ্রামের ইসমাইলের মেয়ে ইসমত আরা (২১), ঠাকুরগাঁও জেলার রানীসংকৈল উপজেলার দশীয়া মোমেনপাড়া গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে ইয়াসমিন (১৯), কুষ্টিয়া জেলার সদর থানার মোল্লা তাসরিয়া গ্রামের আব্দুর রশীদের মেয়ে শিলা (২৬), নেত্রকোনা জেলার আটপাড়া থানার মাটি সালকী কাটা গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে জোসনা (২০), গোপালগঞ্জ জেলার সদর থানার পাইককান্দী গ্রামের মকতুমীরের মেয়ে খাদিজা (৩৭), নীলফামারী জেলার জলঢাকা থানার বাবুনচুর গ্রামের হোসেন আলীর মেয়ে নাজমা (২৮), কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার শিবপুর ইউনিয়নের সিদ্দিক মিয়ার মেয়ে মীম (২২)।

এ বিষয়ে কাশিমপুর থানার ওসি মোল্লা খালিদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মোট ৪২ জনকে আটক করা হয়েছে। আটকদের আদালতে পাঠানো হয়েছে।

Leave a Comment