আবহাওয়াপশ্চিমবঙ্গভারতচাকরিরাশিফলআইপিএলআধ্যাত্মিকটাকা পয়সাস্বাস্থ্যলাইফস্টাইলমিউচুয়াল ফান্ডব্যবসাঅন্যান্যশেয়ার বাজারটিভি সিরিয়াল

শহীদ ওসমান হাদী কে কোথায় দাফন করা হবে এই মাত্র যা জানা গেলো

By newsdhaka

Published on: December 19, 2025

Follow Us

---Advertisement---

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাইযো’দ্ধা শহীদ শরীফ ওসমান বিন হাদিকে সর্বশেষ জানা তত্থ অনুযায়ী বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হবে বলে জানিয়েছে হাদির তৈরী ইনকিলাব মঞ্চ।

এই মাত্র শুক্রবার (১৯ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য জানানো হয়।

ওই পোস্টে বলা হয়, শহীদ ওসমান হাদিকে বহনকারী গাড়ি বিমানবন্দর থেকে হিমাগারের উদ্দেশে ইতিমধ্যে যাত্রা শুরু করেছে। সেখানে শহীদ ওসমান হাদিকে রেখে ইনকিলাব মঞ্চের কর্মীরা শাহবাগে এসে অবস্থান নেবেন।

পোস্টে আরও বলা হয়, পরিবারের দাবির ভিত্তিতে শহীদ ওসমান হাদিকে কবি নজরুলের পাশে সমাহিত করার এবং মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর জা’নাজার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার প্রেক্ষিতে আজকের পরিবর্তে আগামীকাল মি’ছিলসহ ভাইকে সেন্ট্রাল মসজিদে আনা হবে।

অফিসিয়াল ফেসবুক পেজের পোস্টে বলা হয়, ছাত্র-জনতা আজ ও আগামীকাল শনিবার শৃঙ্খলার সঙ্গে আন্দোলন জারি রাখবেন যেন কোনো গোষ্ঠী অনুপ্রবেশ ঘটিয়ে আন্দোলন স্তিমিত করতে না পারে। একইসঙ্গে সহিংসতা করার সুযোগও না পায়। তবে ওসমান হাদির মরদেহ দেখার কোনো সুযোগ থাকবে না। সবার নিকট শৃ’ঙ্খলা বজায় রাখার এবং শহীদ ওসমান হাদির জন্য দোয়া পৌঁছানোর অনুরোধ করা হচ্ছে।

Leave a Comment