রাজধানীতে জুলাই গণঅ’ভ্যুত্থানের সম্মুখযো’দ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গু’লি করে হ’ত্যার পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান এবং শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে একই স্টাইলে মাথায় গু’লি করা হয়েছে। আ’শঙ্কাজনক অবস্থায় তাকে হা’সপা’তালে নেওয়া হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে খুলনার সোনাডাঙ্গা এলাকায় প্রকাশ্যে এ ঘ’টনা ঘ’টে।
আহত মোতালেব শিকদার সোনাডাঙ্গা শেখপাড়া পল্লী মঙ্গল স্কুল এলাকার মৃ’ত মোসলেম শিকদারের ছেলে।
স্থানীয়রা জানান, গু’রুতর আ’হত অবস্থায় মোতালেব শিকদারকে উ’দ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চি’কিৎসকরা তার অবস্থাকে আ’শঙ্কাজনক বলে জানিয়েছেন।
এদিকে দুপুরে সামাজিকমাধ্যমে দেওয়া এক পোস্টে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু বলেন, এনসিপির খুলনা বিভাগীয় প্রধান ও শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে একটু আগে গু’লি করা হয়েছে। আ’শঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে।
এনসিপির খুলনা জেলা ও মহানগরের সংগঠক সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, সোনাডাঙ্গা এলাকায় মোতালেব শিকদার গু’লিবি’দ্ধ হয়েছেন। স্থা’নীয়রা তাকে উ’দ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন। তার অবস্থা আ’শঙ্কাজনক।
এ বিষয়ে সোনাডাঙ্গা মডেল থা’নার তদন্ত কর্মকর্তা (ওসি) অনিমেষ মণ্ডল গণমাধ্যমকে বলেন, মোতালেব নামে এক ব্যক্তিকে দু’র্বৃত্তরা গু’লি করলে উপস্থিত জনতা তাকে উ’দ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হা’সপা’তালে নিয়ে যায়। পরে চি’কিৎসকদের পরামর্শে তার মাথার সিটি স্ক্যা’নের জন্য শেখপাড়া সিটি ইমেজিং সেন্টারে নেওয়া হয়।
তিনি আরও বলেন, ঘ’টনার পরপরই পুলিশ ঘ’টনাস্থলে গিয়ে ত’দন্ত শুরু করেছে। হা’মলার কারণ ও জ’ড়িতদের শনাক্তে কাজ চলছে।
এর আগে, গত ১২ ডিসেম্বর নি’র্বাচনী প্রচারণাকালে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে ‘চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে মাথায় গু’লি করে। পরে আ’শঙ্কাজনক অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়। এরপর পরিবারের ইচ্ছায় তাকে রাজধানীর এভারকেয়ার হা’সপা’তালে স্থানান্তর করা হয়।
পরে ১৫ ডিসেম্বর দুপুরে উন্নত চি’ৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয় ওসমান হাদিকে। সেখানে চি’কিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মা’রা যান।
এরপর শুক্রবার তার ম’রদেহ ঢাকায় আনা হয় ও শনিবার বাদ জোহর জানাজা শেষে তাকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হয়।
Leave a Comment