আবহাওয়াপশ্চিমবঙ্গভারতচাকরিরাশিফলআইপিএলআধ্যাত্মিকটাকা পয়সাস্বাস্থ্যলাইফস্টাইলমিউচুয়াল ফান্ডব্যবসাঅন্যান্যশেয়ার বাজারটিভি সিরিয়াল

নারী ইশারা দেওয়া মাত্র থেমে গেল চলন্ত ট্রেন,অতঃপর দৌড়ে উঠলো

By newsdhaka

Published on: December 18, 2025

Follow Us

---Advertisement---

আজ দুপুর ১টা ৫৫ মিনিটে চট্টগ্রামগামী ৪ ডাউন কর্ণফুলী এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ইমামবাড়ি স্টেশন ছেড়ে যায়। স্টেশন ত্যাগের প্রায় ১০০ গজ যাওয়ার পর হঠাৎ থেমে যায় ট্রেনটি। অতঃপর কিছুক্ষণ পর দেখা যায়, দুজন মধ্যবয়সী নারী দৌড়ে এসে ট্রেনের সামনের দিকের একটি বগিতে উঠছেন। এর পরে ট্রেনটি আবার যাত্রা শুরু করে। পুরো ঘটনাটি ঘটে যায় এক মিনিটের মতো অনির্ধারিত যাত্রাবিরতির সৃষ্টি করে।

ট্রেনের ‘ঙ’ বগিতে উঠে পড়া ওই দুই নারী মা–মেয়ে। তারা কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের নেমতাবাদ গ্রামের বাসিন্দা। মেয়েকে নিয়ে চিকিৎসকের কাছে দেখাতে কুমিল্লা যাচ্ছিলেন তারা।

ট্রেনের উঠেপড়া মাঝবয়সী নারী আলেয়া বেগম জানান, ট্রেনের সময়সূচি জেনেই তারা স্টেশনের উদ্দেশে রওনা হয়েছিলেন। তবে দূর থেকে দেখেন ট্রেন ছেড়ে দিয়েছে। তখন মেয়েকে নিয়ে দৌড়াতে শুরু করেন তিনি। একপর্যায়ে হাতে ইশারা দিয়ে ও মেয়েকে ডাক্তার দেখানোর কথা চিৎকার করে বলতে থাকেন।

আলেয়া বেগম বলেন, আমি প্রায়ই ট্রেনে যাতায়াত করি। আজ হাতের ইশারায় ট্রেন থামানোয় চালক আমাদের প্রতি সদয় হয়েছেন। এজন্য আমি কৃতজ্ঞ।

এ বিষয়ে ট্রেনচালক মো. মিজানুর রহমান বলেন, দুই নারীকে দৌড়াতে দেখছিলাম। তারা ট্রেন থামানোর ইশারা দেওয়ায় দ্রুত ট্রেনটি থামানো সম্ভব হয়। ইমামবাড়ি স্টেশন ছাড়ার পরপরই বিষয়টি নজরে আসায় সিদ্ধান্ত নিতে সময় লাগেনি।

মানবিক এই ঘটনায় ট্রেনচালকের দায়িত্বশীলতা ও সহানুভূতির প্রশংসা করেছেন যাত্রীরা।

Leave a Comment