আবহাওয়াপশ্চিমবঙ্গভারতচাকরিরাশিফলআইপিএলআধ্যাত্মিকটাকা পয়সাস্বাস্থ্যলাইফস্টাইলমিউচুয়াল ফান্ডব্যবসাঅন্যান্যশেয়ার বাজারটিভি সিরিয়াল

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরের আ’কস্মিক মৃ’ত্যু

By newsdhaka

Published on: December 23, 2025

Follow Us

---Advertisement---

জনপ্রিয় মার্কিন ইউটিউবার অ্যাডাম দ্য উ আর নেই, যার আসল নাম ডেভিড অ্যাডাম উইলিয়ামস। সোমবার (২২ ডিসেম্বর) ফ্লোরিডার নিজ বাসভবনে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। মৃ’ত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর। মার্কিন সংবাদমাধ্যম পিপল-এর প্রতিবেদন অনুযায়ী, ওসসিওলা কাউন্টি পুলিশ প্রশাসন ঘ’টনার সত্যতা নিশ্চিত করেছে। জানা গেছে, অ্যাডামের কোনো সাড়াশব্দ না পেয়ে তার এক পরিচিত ব্যক্তি মই দিয়ে তৃতীয় তলার জানালা দিয়ে তাকে বিছানায় নি’থর অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে উ’দ্ধারকারী দল ঘ’টনাস্থলে পৌঁছে তাকে মৃ’ত ঘোষণা করে। প্রাথমিক তদন্তে কোনো হ’ত্যাকা’ণ্ডের আলামত পাওয়া যায়নি। ম’য়নাত’দন্তের পর মৃ’ত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

অ্যাডামের মৃ’ত্যুতে সামাজিক মাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে। তার বন্ধু ও সহকর্মী ইউটিউবার জাস্টিন স্কার্ড এক আবেগঘন বার্তায় বলেন, ‘আমি আজ ভাষা হারিয়ে ফেলেছি। পৃথিবী একজন নক্ষত্রকে হা’রাল। আমি হা’রালাম র’ক্তের চেয়েও আপন মানুষকে।’

অ্যাডামের আর একজন বন্ধু ক্রিস ইয়ান জানান, মাত্র চার দিন আগেও তারা ভবিষ্যতের কন্টেন্ট এবং ভ্রমণ পরিকল্পনা নিয়ে আলোচনা করেছিলেন।২০০৯ সালে ইউটিউবে যাত্রা শুরু করলেও আনুষ্ঠানিকভাবে যাত্র শুরু হয় ২০১২ সালে। টানা পাঁচ বছর এক দিনও বিরতি না দিয়ে প্রতিদিন ভ্লগ আপলোড করার বিরল রেকর্ড রয়েছে তার ঝুলিতে। যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্য ভ্রমণ করে তিনি থিম পার্ক, পরিত্যক্ত শহর, ভুতুড়ে বাড়ি এবং ছোট ছোট শহরের ইতিহাস নিয়ে ভিডিও তৈরি করতেন।ডিজনিল্যান্ড এবং ডিজনি ওয়ার্ল্ডের খুঁটিনাটি ও ইতিহাস তুলে ধরার জন্য তাকে ডিজনি বিশেষজ্ঞ নামে ডাকা হতো। মৃ’ত্যুর মাত্র এক দিন আগে ২১ ডিসেম্বর প্রকাশিত শেষ ভিডিওতে দেখা যায় ফ্লোরিডার বড়দিনের সাজসজ্জা তুলে ধরেছেন।

Leave a Comment