আবহাওয়াপশ্চিমবঙ্গভারতচাকরিরাশিফলআইপিএলআধ্যাত্মিকটাকা পয়সাস্বাস্থ্যলাইফস্টাইলমিউচুয়াল ফান্ডব্যবসাঅন্যান্যশেয়ার বাজারটিভি সিরিয়াল

এই মাত্র পাওয়া ওসমান হাদীর জন্য মসজিদে দোয়া করার জন্য মসজিদের চাকরি হারালেন ইমাম

By newsdhaka

Published on: December 20, 2025

Follow Us

---Advertisement---

খুলনার জেলার ডুমুরিয়া উপজেলায় অভিযোগ উঠেছে এক মসজিদের ইমাম খুতবা শেষে সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক নেতা ঝালকাঠির ওসমান হাদীর সুস্থতা কামনায় দোয়া করায় তার চাকরি বাতিল করা হয়েছে বলে । ঘটনাটি ঘটার পরে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা ও প্র’তিক্রিয়ার সৃষ্টি করেছে। স্থানীয় সূত্র জানা যায়, শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে দোয়ার সময় ওই ইমাম ওসমান হাদীর দ্রুত আরোগ্য কামনা করে মোনাজাত করেন। এ সময় মসজিদে উপস্থিত কিছু মুসল্লি ও মসজিদ পরিচালনা কমিটির সদস্যরা এতে অসন্তোষ প্রকাশ করেন।

পরবর্তীতে মসজিদ কর্তৃপক্ষ জরুরি বৈঠকে ইমামের বিরুদ্ধে “মসজিদকে রাজনৈতিকভাবে ব্যবহার” করার অভিযোগ এনে তাকে তৎক্ষণাৎ দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।তবে মসজিদের ইমাম দাবি করেন, তিনি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, একজন অ’সুস্থ মুসলমান হিসেবে মানবিক দৃষ্টিকোণ থেকে দোয়া করেছেন। তিনি বলেন, “ইসলামে অসুস্থ ব্যক্তির জন্য দোয়া করা নি’ষিদ্ধ নয়। আমি কোনো দল বা ব্যক্তির পক্ষে প্রচার করিনি।” এদিকে মসজিদ পরিচালনা কমিটির এক সদস্য জানান, মসজিদকে রাজনীতি-মুক্ত রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে মতভেদ দেখা দিয়েছে। অনেকেই এটিকে ধর্মীয় স্বাধীনতার ওপর হস্তক্ষেপ হিসেবে দেখছেন।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার ঝ’ড় তুলেছে। অনেকে ইমামের পক্ষে অবস্থান নিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Comment